জীবনশৈলী বিভাগে ফিরে যান

চলতি কা নাম গাড়ি, আবার কখনো বাড়িও

May 12, 2020 | 2 min read

ভাবুন তো একবার। আপনার এমন একটি বাড়ি আছে যার পায়ের তলায় চাকা! আজ ভাবলেন গড়িয়াহাটে থাকবেন, বাড়ি নিয়ে চলে গেলেন সেখানে৷ কাল ভাবলেন রাজারহাটেও তো থাকা যায়। চলে গেলেন সেখানে৷ রান্না করতে-করতে হঠাত্‍ই খেয়াল হল তেল ফুরিয়ে গিয়েছে, বাজারের সামনে বাড়ি পার্ক করে তেল কিনে এনে রান্না সেরে গঙ্গার ঘাটে গিয়ে লাঞ্চ সারলেন৷ এমন পাখির মতো জীবন হলে কেমন হতো? অবশ্যই জীবনটা বেশ বিন্দাস হয়ে যেত৷

কি আছে সেই চলমান বাড়িতে? 

মোটামুটি আপনার ইট-কাঠের স্থানু বাড়িতে যা-যা থাকার, তার সব কিছু আছে৷ শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্র, রেফ্রিজারেটর, মাইক্রোওয়েভ, কিচেন আভেন, ওয়াশ-রুম, শাওয়ার, কিচেন ইউটেনসিলস রাখার জন্য ড্রয়ার, স্টিরিও এবং মাল্টিমিডিয়া সিস্টেম, কাজ করার টেবিল-চেয়ার এবং বিশ্রামের জন্য একটি কাউচ৷ 

চলতি কা নাম গাড়ি, আবার কখনো বাড়িও

কেমন দেখতে হয় এমন বাড়ি? 

এমন বাড়ি বানানোয় সিদ্ধহস্ত সংস্থা একটি ৭ পর্বের অডিও ভিশ্যুয়াল প্যাকেজ বাজারে ছেড়েছেন৷ প্যাকেজটির নাম ‘লিভিং বিগ-ইন আ টাইনি হাউস৷’ 

পর্বগুলি এমনভাবে সাজানো: 

১) চাকা লাগানো চেসি দিয়ে ট্রেলার বানানো 

২) চেসির ফ্রেমের ওপর কাঠের প্ল্যাঙ্ক সাজিয়ে বাড়ির ফ্লোর তৈরী 

৩) দরজা-জানলার খোপ কাটা টুকরো-টুকরো স্টিল ফ্রেম এই কাঠের ফ্লোরের চারপাশে নাট-বল্টু দিয়ে আটকে দিয়ে বাড়ির মূল স্ট্রাকচারকে তৈরী 

৪) হার্ডবোর্ড দিয়ে এবার স্টিল ফ্রেমকে মুড়ে দিলে তৈরী হবে বাড়ির দেওয়াল 

৫) করোগেটেড সিট নাট-বল্টু দিয়ে ছাতের স্ট্রাকচারে জুড়ে দিলে তৈরী হবে বাড়ির ছাত 

৬) দেওয়ালের হার্ডবোর্ডকে জানলা এবং দরজার জায়গায় কেটে ফেলে ফাঁক তৈরী করে সেই ফাঁকে কাঁচের ফ্রেম সমেত জানলা এবং দরজা বসিয়ে দেওয়া 

৭) ছাতের মাথায় সোলার প্যানেল বসানো, জলের ট্যাঙ্ক ফিট করে দেওয়া চেসির তলায় এবং প্ল্যামি আর ইলেকট্রিকাল লাইন বানিয়ে ফেলা৷

এই বাড়ির চমকপ্রদ ব্যাপারটি হল বিস্ময়কর স্পেস ইউটিলাইজেশন৷ এত কিছু ওই ছোট্ট স্পেসে রাখার পরেও আপনি দিব্যি হাত-পা ছড়িয়ে হেঁটে-চলে বেড়াতে পারবেন৷ তবে, বাঙ্কে শোওয়ার সময় মাথা নীচু করে উঠতে হবে, বিছানায় বসে থাকলে অবিশ্যি ইঞ্চি ছয়েক উপরে ছাত৷

TwitterFacebookWhatsAppEmailShare

#Life Style, #Car

আরো দেখুন