করোনায় আশার আলো জোগাচ্ছে রেমডেসিভির
ক্যালিফোর্নিয়াস্থিত বায়োটেকনোলজি সংস্থার তৈরী ইবোলার অ্যান্টিভাইরাল ড্রাগ, রেমডেসিভির, যা সংস্থা নিজেরাই কোনও দিন ইবোলা সারাতে কাজে লাগায়নি কোনও অজ্ঞাত কারণে, তা নাকি করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে আশাপ্রদ ফল দিয়েছে। তাও জোড়া গবেষণায়।
বিশ্বখ্যাত গবেষণাপত্র ল্যান্সেটে বৃহস্পতিবার প্রকাশিত এক পেপারে দাবি করা হয়েছে, চিনের উহান প্রদেশ, যেখান থেকে করোনাকে চিনেছিল গোটা দুনিয়া, সেখানেই ১০টি হাসপাতালে ২৩৭ জন রোগীর উপর হওয়া এক সমীক্ষায় দেখা গিয়েছে, রেমডেসিভির ওষুধ প্রয়োগ করা ব্যক্তিদের উপর যে শারীরিক প্রতিক্রিয়া মিলেছে, তা কোনও ওষুধ না দেওয়া ব্যক্তিদের তুলনায় অনেকটাই বেশী। সংখ্যাতত্ত্ব ও যুক্তির বিচারে এই ওষুধ রোগ আটকাতে এখনই সমর্থ না হলেও আগামী দিনে রেমডেসিভির থেকে এই মারণ রোগের প্রতিষেধক মিলতে পারে বলে দাবি করেছেন গবেষণাদলের প্রধান ইয়েমিং ওয়াং।
চিন বলে নাক সিঁটকাতে পারেন যে সব নিন্দুক, তাঁদের জন্যও বার্তা রয়েছে খোদ মার্কিন মুলুক থেকে। সেখানকার ন্যাশনাল ইনস্টিটিউট ফর অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজের (এনআইএআইডি) গবেষণায় দেখা গিয়েছে ৩১ শতাংশ ক্ষেত্রে এই রেমডেসিভির করোনা আক্রান্তদের চিকিৎসায় অভাবনীয় ফল দিয়েছে। ওষুধ না দিলে যেখানে ১১ শতাংশ রোগী মারা যাচ্ছিল, সেখানে তা কমে দাঁড়িয়েছে ৮ শতাংশে।
খোদ এনআইএআইডি’র ডিরেক্টর অ্যান্থনি ফসি এই সাফল্য বড়সড় পদক্ষেপ জানিয়ে দাবি করেছেন, ১৯৮০ সালে যখন এইচআইভি রোগ প্রতিরোধে অত্যন্ত ক্ষতিকারক ‘এজেডটি’ নিয়ে গবেষণা শুরু হয়েছিল, তখন খুব কম সাড়া মিলেছিল। পরবর্তী কালে তার থেকেই ব্যাপক সাফল্য মিলেছে।