দেশ বিভাগে ফিরে যান

এলাইজা টেস্টের মাধ্যমে এ বার সংক্রামিতের খোঁজ

May 13, 2020 | < 1 min read

দেশের কোন কোন অংশে করোনার গোষ্ঠী সংক্রমণ হয়েছে, তা জানার জন্য এবার কোমর বেঁধে মাঠে নামলো কেন্দ্রীয় সরকার৷ সরকারি সংস্থা আইসিএমআর-এর উদ্যোগে দেশের ৬৯টি জেলা শহরে বসবাসকারী জনসাধারণের মধ্যে চলতি সপ্তাহেই শুরু করা হবে এলাইজা পদ্ধতিতে অ্যান্টিবডি রক্ত পরীক্ষা, যেখানে কাজে লাগানো হবে পুনের ‘ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি’ (এএনআইভি)-তে তৈরি বিশেষ এলাইজা কিট৷ দশ দিনের মধ্যে শেষ করা হবে এই পরীক্ষা, জানা গিয়েছে আইসিএমআর সূত্রে৷

প্রাথমিক ভাবে দেশের ২১টি রাজ্যে করা হবে এই পরীক্ষা৷ এর মধ্যে পশ্চিমবঙ্গের ৬টি জেলা ও শহর রয়েছে৷ এগুলি হল কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, আলিপুরদুয়ার, বাঁকুড়া ও ঝাড়গ্রাম৷

এলাইজা টেস্টের মাধ্যমে এ বার সংক্রামিতের খোঁজ

দেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা বারবার বলছেন যে, এই মুহূর্তে ভারতের করোনা পরিস্থিতি যে পর্যায়ে রয়েছে, তাতে দ্রুত করোনা পরীক্ষার পরিমাণ না বাড়ানো হলে, অদূর ভবিষ্যতে সমস্যা বাড়বে বই কমবে না৷ এই পরিস্থিতিতে দেশের বিভিন্ন প্রান্তে একসঙ্গে ৯০ জনের রক্ত পরীক্ষা করার ব্যবস্থা করছে আইসিএমআর, যার ফল পাওয়া যাবে সংশ্লিষ্ট পরীক্ষার আড়াই ঘণ্টার মধ্যে৷ 

করোনার গোষ্ঠী সংক্রমণ বোঝার জন্য এই পরীক্ষা কার্যকরী হবে বলেই আশা করছে কেন্দ্রীয় সরকার৷ কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে এই কিটের সদ্ব্যবহার নিয়ে, যেখানে প্রয়োজন সেখানেই যদি পরীক্ষা না হয়, তা হলে আখেরে লাভ কিছুই হবে না, সেই আশঙ্কাও থাকছে প্রবল ভাবে৷

TwitterFacebookWhatsAppEmailShare

#ELISA test, #covid19

আরো দেখুন