দেশ বিভাগে ফিরে যান

লকডাউনে জেরে রেকর্ড সংকোচন দেশের শিল্প উৎপাদনে

May 13, 2020 | < 1 min read

মার্চ মাসে দেশের কলকারখানাগুলিতে উৎপাদন রেকর্ড ১৬.৭ শতাংশ কমে গিয়েছে। এর আগে কখনও এক মাসে শিল্পোৎপাদন এতটা কমেনি। এর ফলে, গোটা ২০১৯-২০ অর্থবছরে শিল্পোৎপাদন আগের বছরের তুলনায় ০.৭ শতাংশ কম হয়েছে। মঙ্গলবার জাতীয় পরিসংখ্যান দপ্তরের (ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস) প্রকাশিত পরিসংখ্যানে এই তথ্য সামনে এসেছে।

করোনা সংক্রমণ মোকাবিলায় ২৫ মার্চ থেকে গোটা দেশে লকডাউন ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফলে, মার্চ মাসের শেষ সপ্তাহে সমস্ত কলকারখানা-ব্যবসা বাণিজ্য বন্ধ ছিল। কিন্তু, ওই মাসের গোড়া থেকেই শিল্পসংস্থাগুলি তাদের কলকারখানায় উৎপাদন কমতে শুরু করে।

লকডাউনে জেরে রেকর্ড সংকোচন দেশের শিল্প উৎপাদনে

মার্চ মাসে কলকারখানায় শিল্পোৎপাদনের এই সংকোচন বিশেষ তাৎপর্যপূর্ণ কেননা, গত দেড় মাস ধরে ধুঁকতে থাকা ভারতীয় অর্থনীতি ক্রমশ ঘুরে দাঁড়াচ্ছে এই আশা জাগিয়ে ফেব্রুয়ারি মাসে ওই শিল্পোৎপাদন ৪.৫ শতাংশ বৃদ্ধি পায়, যা গত বছর অগস্ট মাসের পর সর্বোচ্চ।

মার্চ মাসে উৎপাদন সবচেয়ে বেশি ২০.৬ শতাংশ কমেছে গাড়ি প্রভৃতি ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে।

এপ্রিল মাসের পুরোটাই লকডাউনে বন্দি ছিল গোটা দেশ। ফলে, গত মাসে শিল্পোৎপাদন আরও অনেক কমবে ধরেই নেওয়া যায়। 

TwitterFacebookWhatsAppEmailShare

#Industry, #India, #lock down

আরো দেখুন