প্রশাসকমণ্ডলী বসছে ৯১ পুরসভায়, বিজ্ঞপ্তি শীঘ্রই
কলকাতা ও শিলিগুড়ি পুরসভার মতো বাকি ৯১টি পুরসভাতেও প্রশাসকমণ্ডলী বসাতে চলেছে রাজ্য সরকার। পুরসভার বর্তমান চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, চেয়ারম্যান পরিষদের সদস্য এবং কাউন্সিলারদের ওই প্রশাসকমণ্ডলীতে রাখা হবে। যে ৯১টি পুরসভায় এই প্রশাসকমণ্ডলী বসবে, তার তালিকা পুর ও নগরোন্নয়ন দপ্তরের পক্ষ থেকে নবান্নে জমা দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, ৯১টির মধ্যে ৮৫টি পুরসভার মেয়াদ শেষ মে মাসেই। বাকি ছটির মেয়াদ শেষ হবে জুন মাসে। করোনা ভাইরাসের সংক্রমণের কারণে কবে ভোট করা যেতে পারে, এ ব্যাপারে এই মুহূর্তে কোনও ধারণা নেই কারও কাছেই। অথচ নাগরিক পরিষেবা চালিয়ে যাওয়ার জন্য প্রশাসনিক বোর্ড রাখা জরুরি। তাই নবান্ন এই সিদ্ধান্ত নিয়েছে।
ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল অ্যাক্ট (১৯৯৩) অনুযায়ী যে কোনও ব্যক্তিকে পুরসভা পরিচালনার জন্য প্রশাসক হিসেবে নিয়োগ করা যায়। সেই আইনেই প্রতিটি পুরসভায় সরকারি অফিসার দিয়ে নয়, জনপ্রতিনিধিদের সামনে রেখে প্রশাসক মণ্ডলী তৈরি করার কথা বলা হয়েছে। কারণ সাধারণ মানুষের উপরে জনপ্রতিনিধিদের বিশেষ দায়িত্ব থেকে যায়, রাজনৈতিকভাবে এদের উপর নিয়ন্ত্রণ রাখতে পারবে শীর্ষ নেতৃত্ব। এছাড়াও একজন মহকুমা শাসকের পক্ষে একাধিক পুরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করা সম্ভব নয়।