দেশ বিভাগে ফিরে যান

UP-র পর MP! বাস-লরির সংঘর্ষে মৃত ৮ পরিযায়ী শ্রমিক, আহত ৫৪

May 14, 2020 | < 1 min read

উত্তরপ্রদেশের পর মধ্যপ্রদেশ। ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল আরও ৮ পরিযায়ী শ্রমিকের। আহত হয়েছেন ৫৪ জনেরও বেশি।

বুধবার রাতেই উত্তরপ্রদেশেও দুর্ঘটনার বলি হন ৬ জন পরিযায়ী শ্রমিক। মুজাফরনগর জেলার হাইওয়েতে উত্তর প্রদেশের সরকারি বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় তাঁদের। আহত হয়েছেন আরও ২ জন। জানা গিয়েছে, লকডাউনের মধ্যেই এই পরিযায়ী শ্রমিকরা পঞ্জাব থেকে হেঁটে বিহারের গোপালগঞ্জে নিজেদের বাড়ি ফিরছিলেন। পুলিশ জানিয়েছে, বাসে কোনও যাত্রী ছিলেন না। দুর্ঘটনার পরই পালিয়েছে বাস চালক।

UP-র পর MP! বাস-লরির সংঘর্ষে মৃত ৮ পরিযায়ী শ্রমিক, আহত ৫৪
TwitterFacebookWhatsAppEmailShare

#migrant workers, #UP, #Bus-track accident

আরো দেখুন