তথ্য যাচাই বিভাগে ফিরে যান

পাকিস্তানে হিন্দু-বিরোধী হিংসার ছবি বাংলার দাঙ্গা বলে চালানো হল

May 14, 2020 | < 1 min read

সম্প্রতি পশ্চিমবঙ্গের হুগলি জেলার তেলিনীপাড়াতে সাম্প্রদায়িক হিংসা ছড়িয়ে পড়ে, যার ফলে সেখানে ১৪৪ ধারা জারি করা হয় এবং ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়।

এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ছবি ভাইরাল হয়েছে। সেই ছবিগুলির সাথে পোস্টে দাবি করা হয়, তেলিনীপাড়াতে হিন্দুদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। দেখুন সেই পোস্টের আর্কাইভ সংস্করণ: http://archive.vn/7YU4Q

বিস্তারিত পর্যবেক্ষণের পর দেখা গেছে যে এই দাবিটি ভুল। গুগলে রিভার্স ইমেজ সার্চ করে দেখা যায় এই ছবিগুলি পাকিস্তানে হিন্দু-বিরোধী হিংসার, পশ্চিমবঙ্গের নয়। ইতিমধ্যেই ছবিগুলি ফেসবুক, টুইটার সহ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

জনপ্রিয় সংবাদ পোর্টাল গাল্ফ নিউজের ওয়েবসাইটেও গত ১২ই মে এই ছবিগুলি প্রকাশিত হয়েছিল।

TwitterFacebookWhatsAppEmailShare

#fake News, #pakistan, #Bengal riots

আরো দেখুন