দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

লকডাউনে ছাড় মিলতেই শুরু রাস্তা নির্মাণ ও সংস্কারের কাজ

May 14, 2020 | 2 min read

লকডাউননে ছাড় মিলতেই রাস্তা নির্মাণ ও সংস্কারের কাজ শুরু হল জেলায় জেলায়। প্রায় পাঁচ হাজার কোটি টাকার রাস্তা নির্মাণ ও সংস্কারের কাজ শুরু হয়েছে। বুধবার পর্যন্ত নবান্ন ও পূর্ত দপ্তরের খবর অনুযায়ী প্রায় ৩০ শতাংশ কাজ রাজ্যের বিভিন্ন জেলায় ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। বাকি ৭০ শতাংশ কাজ আগামী ৭ দিনের মধ্যে শুরু হবে। কাজ অল্পমাত্রায় শুরু হওয়ার পেছনে কারন হয়ে দাড়িয়েছে নির্মাণ কাজের মাল-মশলা বহনের গাড়ি এখনই মিলছে না সেভাবে। তাছাড়া সরজায়গায় নির্মাণ কাজ শুরু করার নির্দেশ দেওয়ার পরও এখনও অধিকাংশ ক্ষেত্রে ঠিকাদারদের সমস্যার কথা জানানো হয়েছে। কাজ শুরু করতে তৎপর রাজ্য সরকার এই ব্যাপারে পদক্ষেপ নিয়েছে।

লকডাউনে ছাড় মিলতেই শুরু রাস্তা নির্মাণ ও সংস্কারের কাজ

বুধবার নবান্নে পূর্ত দপ্তরের এক শীর্ষ আধিকারিক জানান, নির্মাণ কাজের মালপত্র ও শ্রমিকদের কাজ নিয়ে গাড়ি চলাচলের অনুমতি স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে নিতে বলা হয়েছে। ঠিকাদাররা তা সংগ্রহ করছেন। আশা করা যায় আগামী ৭ দিনের মধ্যে সব জায়গায় রাস্তা নির্মাণ ও সংস্কারের কাজ শুরু হবে। এদিকে রাজ্য সরকারের পাশাপাশি পশ্চিমবঙ্গে জাতীয় সড়কের কাজ শুরু করেছে সড়ক পরিবহন মন্ত্রক। জাতীয় সড়ক উন্নয়ন পর্ষদের আওতায় থাকা রায়গঞ্জ, ডালখোলা, মালদা, পুরুলিয়া, হলদিয়াতে সড়ক নির্মাণের কাজ শুরু হয়েছে। নির্মাণ কাজে গতি আনতে বলা হয়েছে। পূর্তদপ্তরের খবর, রাজ্যের বিভিন্ন জেলায় ছোট বড় রাস্তা নির্মাণের কাজে ব্যয় করা হবে প্রায় চার থেকে পাঁচ হাজার কোটি টাকা। আপাতত ৩০ শতাংশ কাজ শুরু হয়েছে। বাকি ৭০ শতাংশ শুরু হওয়ার মুখে। দপ্তরের এই আধিকারিক জানান, এতদিন কাজ বন্ধ থাকার জন্য নির্মাণসামগ্রী ও শ্রমিক পাওয়া সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এ ব্যাপারে স্থানীয় পুলিশ ও প্রশাসনের সাহায্য নিয়ে কাজ শুরু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#road-construction, #West Bengal, #lock down

আরো দেখুন