বিবিধ বিভাগে ফিরে যান

কামরা এক, বাহার অনেক

May 14, 2020 | 2 min read

ফ্ল্যাট কালচারের নয়া ট্রেন্ড হলো স্টুডিও অ্যাপার্টমেন্ট৷ কর্মসূত্রে বা পড়াশোনা করতে আজকাল অনেক সময় বাইরে যেতে হয়৷ কিন্তু বাইরে গিয়ে বা বাইরে থেকে কলকাতায় এসে ফ্ল্যাট ভাড়া পাওয়া নিয়ে সমস্যা থেকেই যায়৷ হয় মনের মতো ঘর পাওয়া যায় না৷ অথবা বাজেটের কারণে বড়ো ফ্ল্যাট ভাড়া নেওয়া যায় না৷ তাঁদের জন্য আদর্শ হলো এই স্টুডিও অ্যপার্টমেন্ট৷

স্টুডিও অ্যাপার্টমেন্ট কি?

এক কথায় স্টুডিও অ্যাপার্টমেন্ট হল এক কামরা বিশিষ্ট ঘর৷ দেখতে অনেকটা হল ঘরের মতো৷ এর মধ্যে আলাদা করে থাকবে না কোনও রান্নাঘর কিংবা ডাইনিং বা বেডরুম৷ এই ধরণের ফ্ল্যাটে আলাদা হিসাবে থাকে শুধুমাত্র বাথরুম৷ কমপক্ষে ৩০০ – ৪৫০ বর্গফুট জায়গা জুড়ে এই অ্যাপার্টমেন্ট তৈরী হয়৷ এই অ্যাপার্টমেন্টে একাধারে যেমন খরচ অনেকটা কমে যায়, অন্যদিকে তা রক্ষণাবেক্ষণ করাও সহজ৷

আসবাব

আনফার্নিশড বা পুরো খালি অ্যাপার্টমেন্টে বেশী আসবাব রাখবেন না৷ তাহলে তা দেখতে খারাপ লাগবে৷ বিশেষ করে কমন এরিয়াতে এমন কোনও আসবাব রাখবেন না যাতে হাঁটাচলার জায়গা আটকে যায়৷ আপনার প্রয়োজনীয় আসবাব দেওয়ালের দিক ঘেঁষে রাখুন৷ 

বেডরুম

যেহেতু একটা ঘর তাই বেডরুম আলাদা করা যাবে না৷ তাও যদি আপনি চান, শোয়ার জায়গাতে একটু প্রাইভেসি তাহলে ফোল্ডেবল পার্টিশন ব্যবহার করুন৷ কিংবা আপনার ক্যাবিনেটকে এমনভাবে জায়গা দিন যাতে তা একটা পার্টিশনের কাজ করে৷ অন্যদিকে সোফা কাম বেড ছাড়া আপনি বাঙ্ক বেডও রাখতে পারেন৷ 

পর্যাপ্ত স্টোরেজ

মাথায় রাখবেন, আপনার ফ্ল্যাটে যেন স্টোরেজ ব্যবস্থা খুব উন্নত হয়৷ বাঙ্ক বেডের নীচে স্টোরেজ থাকলে অনেক জিনিস রাখতে পারবেন৷ প্রয়োজনে ক্যাবিনেটের স্টোরেজে আপনার যাবতীয় অফিসের গুরুত্বপূর্ণ কাগজ অথবা বই রাখুন৷ মূল ফটকের পাশে একটা ছোটো শু-র‌্যাক রাখা আবশ্যক৷ দু-তিনটে রট আয়রণের চেয়ার দেখতে বেশ লাগবে৷ তা না চাইলে, তাহলে মাটিতে ভালো কার্পেট বা রাগস পেতে বসার ব্যবস্থা করে দিন৷

রান্নাঘর

স্টুডিও অ্যাপার্টমেন্টের মূল আকর্ষণ হবে ওপেন কিচেন৷ তাই রান্নাঘর সাজান যত্নে৷ এখন মডিউলার কিচেন থাকে৷ সেখানে একটা মাইক্রো ওভেন, ওয়াটার পিউরিফায়ার, ভালো চিমনি আর হবস এবং একটা ফ্রিজ থাকা অত্যন্ত জরুরি৷ সঙ্গে একজস্ট ফ্যান৷ 

আলো

পুরো অ্যাপার্টমেন্টে আলো অবশ্যই জোরদার হওয়া দরকার৷ বিভিন্ন এরিয়াতে সিএফএল অথবা এলইডি আলো লাগিয়ে দিন৷ এছাড়া আপনি যেখানে বসে কাজ করবেন সেখানে একটা টাস্ক লাইট কিন্তু মাস্ট৷

বাথরুম

বাথরুমের সব ফিটিংস যেন উন্নতমানের হয়৷ এছাড়া বাথরুমে একটা গিজার রাখা জরুরি৷ 

মাথায় রাখুন

ইচ্ছা করলে ফোল্ডিং টেবিল ব্যবহার করুন৷ ল্যাপটপের জন্য আলাদা স্টাডি টেবিল রাখবেন না৷ প্রাইভেসি বজায় রাখতে পর্দা বা পুল ডাউন স্ক্রিন লাগাতে পারেন৷ খুব দামি পর্দা কখনওই কিনবেন না৷ পাতলা সিল্কের পর্দা কিংবা ব্লাইন্ডজ লাগিয়ে রাখুন৷ জানলার ওপর কিছু ইন্ডোর প্ল্যান্টসও রাখতে পারেন৷ যেহেতু আপনার ঘর আয়তনে বড়ো, তাই আপনি ইচ্ছা করলে দুদিকে দুটো এসি লাগাতে পারেন৷ 

TwitterFacebookWhatsAppEmailShare

#interior decoration, #Studio Apartment

আরো দেখুন