লকডাউনের জেরে ১০টি সিনেমা মুক্তি পাবে ডিজিটাল মাধ্যমে
করোনা আতঙ্কের ফলে সারা দেশজুড়ে প্রায় দুমাস ধরে চলছে লকডাউন। এর ফলে অন্যান্য শিল্পের মত ব্যাপক ক্ষতি হয়েছে সিনেমা শিল্পেও। এই পরিস্থিতে সংশ্লিষ্ট মহল সিদ্ধান্ত নিয়েছে অনলাইনে বেশ কিছু মুক্তির অপেক্ষায় থাকা ছবি প্রকাশ করার।
দেখে নেওয়া যাক কোন কোন সিনেমা মুক্তি পেতে চলছে অনলাইনে:
লক্ষ্মী বোম
অক্ষয় কুমার ও কিয়ারা আডবানী অভিনীত এই সিনেমা দক্ষিণ ভারতীয় একটি ছবির রিমেক। এটি একটি ভূতের ছবি, কিন্তু মজার। অক্ষয় কুমার এই ছবির পোস্টার প্রকাশ করতেই খুব জনপ্রিয়তা অর্জন করেছে।
সম্ভাব্য প্ল্যাটফর্মঃ হটস্টার
গুলাবো সিতাবো
সুজিত সরকার পরিচালিত জুহি চতুর্বেদীর লেখা এই ছবিটি সাধারণ মানুষের জীবনের ওপর আধারিত। সিনেমার মুখ্য অভিনেতা অমিতাভ বচ্চন ও আয়ুষ্মান খুরানা।
সম্ভাব্য প্ল্যাটফর্মঃ ১২ জুন, প্রাইম ভিডিও
ইন্দু কি জওয়ানি
কিয়ারা আডবানী ও আদিত্য শীল অভিনীত এই সিনেমায় গাজিয়াবাদের একটি মেয়ের গল্প বলা হয়েছে যার ডেটিং অ্যাপের খারাপ অভিজ্ঞতা আছে।
প্ল্যাটফর্ম: ঘোষণা করা হবে শীঘ্র
ঝুন্ড
নাগরাজ মঞ্জুল নির্দেশিত এই সিনেমায় আছেন অমিতাভ বচ্চন। তিনি এক অধ্যাপকের ভূমিকায় অভিনয় করেছেন যিনি স্থানীয় পথশিশুদের উদ্বুদ্ধ করেন।
প্ল্যাটফর্ম: ঘোষণা করা হবে শীঘ্র
লুডো
অনুরাগ বসুর ডার্ক অ্যান্থোলজি সিনেমা। চারটি সমান্তরাল গল্প আছে এই সিনেমায়। অভিনয়ে অভিষেক বচ্চন, রাজকুমার রাও, আদিত্য রায় কাপুর, সানিয়া মালহোত্রা, ফতিমা সানা শেখ, পঙ্কজ ত্রিপাঠি, রোহিত সুরেশ সারাফ, পিয়ার্লে মানে এবং আশা নেগি।
সম্ভাব্য প্ল্যাটফর্মঃ নেটফ্লিক্স
শকুন্তলা দেবী
সিনেমায় মুখ্য ভূমিকায় আছে বিদ্যা বালান। গল্পটি ভারতের হিউম্যান কম্পিউটারকে নিয়ে।
সম্ভাব্য প্ল্যাটফর্মঃ প্রাইম ভিডিও
গুঞ্জন সাক্সেনা
এই আত্মজীবনীমূলক সিনেমায় জাহ্নবী কাপুর গুঞ্জন সাক্সেনার ভূমিকায় অভিনয় করছেন। ভারতের প্রথম তিন বিমান চালিকার একজন ছিলেন গুঞ্জন, যিনি কার্গিল জুদ্ধে আহত ভারতীয় সৈনিকদের উদ্ধার করেন।
সম্ভাব্য প্ল্যাটফর্মঃ নেটফ্লিক্স
মিমি
জাতীয় পুরস্কার প্রাপ্ত মালা আই ভায়ছায় সিনেমার রিমেক। মিমির ভূমিকায় আছেন কীর্তি শ্যানন যিনি একজন সারোগেট মা। নায়িকা এই ভূমিকায় অভিনয় করতে ১৫ কিলো ওজন বাড়িয়েছেন নিজের।
সম্ভাব্য প্ল্যাটফর্মঃ হটস্টার
খালি পিলি
অনন্যা পান্ডে ও ঈশান খট্টর অভিনীত এই রোমান্টিক অ্যাকশন সিনেমা। এই প্রথম এই দুজন একে অপরের বিপরীতে অভিনয় করছেন।
সম্ভাব্য প্ল্যাটফর্মঃ নেটফ্লিক্স
সিদ্দতঃ জার্নি বিয়ন্ড লাভ
এই সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন রাধিকা মদন, ডায়না প্যান্টি ও সানি কৌশল।
প্ল্যাটফর্ম: ঘোষণা করা হবে শীঘ্র