কৃষিক্ষেত্রে ঢালাও ঘোষণা নির্মলার, পুরোনো মদ নতুন বোতলে, কটাক্ষ বিরোধীদের
প্রধানমন্ত্রী আত্মনির্ভর ভারত প্রকল্প ঘোষণা করেছিলেন মঙ্গলবার। ২০ লক্ষ কোটি টাকার এই বিশেষ প্যাকেজের প্রথম কিস্তিতে ছিল ক্ষুদ্র, মাঝারি ও অতিক্ষুদ্র শিল্পের জন্য প্যাকেজ। বৃহস্পতিবার দ্বিতীয় দিনের প্যাকেজে গুরুত্ব দেওয়া হয়েছিল পরিযায়ী শ্রমিক, গরিব কৃষক, ফুটপাতের দোকানদার হকারদের। আজ শুক্রবার তৃতীয় কিস্তি প্রকাশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। আজ অর্থমন্ত্রীর নজরে মূলত কৃষি, পশুপালন ও মৎস্যচাষ।
অর্থমন্ত্রীর ঘোষণা:
লকডাউন চলাকালীন PM KISAN প্রকল্পে ১৮,০০০ কোটি টাকা প্রদান করা হয়েছে কৃষকদের
গত দুই মাসে ৬৪০০ কোটি টাকার ফসল বীমার টাকা প্রদান করা হয়েছে
কৃষি পরিকাঠামো আরো উন্নত করতে ১ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে
২ লক্ষ ক্ষুদ্র খাদ্য উদ্যোগ (MFE) গুলির উন্নতির জন্য বরাদ্দ করা হল ১০,০০০ কোটি টাকা
মৎস্য চাষের জন্য বিশেষ প্রকল্প ‘প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা’ ঘোষণা করা হয়েছিল বাজেটে। সেই প্রকল্পে বরাদ্দ বৃদ্ধি করে ২০,০০০ টাকা করা হল
সকল গবাদি পশুর ১০০% টিকাকরণ করা হবে, যাতে foot and mouth disease প্রতিরোধ করা যায়
ডেয়ারি পরিকাঠামো উন্নয়নে ১৫০০০ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে
ঔষুধি গাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে ৪০০০ কোটি টাকা বরাদ্দ করা হল
মৌমাছি প্রতিপালনের ক্ষেত্রে ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হল। ২ লক্ষ মানুষ উপকৃত হবেন
সাপ্লাই চেন উন্নয়নের লক্ষ্যে ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হল
Essential Commodities Act সংশোধন করা হবে যাতে কৃষকরা পণ্যের আরো ভালো দাম পান
কৃষকরা যাতে নিজেদের পণ্য নিজেদের পছন্দমত ন্যায্য দামে বিক্রি করতে পারেন, সেই জন্য আইন আনতে চলেছে কেন্দ্র
বীজ বপন করার সময়ই যাতে কৃষকরা তাদের ফসলের নির্ধারিত নিশ্চিত মূল্য পান, সেই লক্ষ্যে আইন আনবে কেন্দ্রীয় সরকার