নয়া পর্বের লকডাউনে কোথায় মানা হবে কোন নিয়ম, জেনে নিন এক ক্লিকে
নরেন্দ্র মোদি দেশবাসীর উদ্দেশ্যে নিজের ভাষণে জানিয়েছিলেন লকডাউন ৪ একেবারে নতুন হবে নিয়ম ৷ আর তা অনেকাংশেই স্থির করবে রাজ্যগুলিই ইতিমধ্যেই বেশ কয়েকটি রাজ্যের লকডাউন স্ট্র্যাটেজি জানতে পেরেছে নিউজ ১৮ ৷ সূত্রের খবর পঞ্জাবে লকডাউন জারি থাকবে তবে কারফিউ বিভিন্ন জায়গায় শিথিল করা হবে ৷ নিজেদের আক্রান্ত অঞ্চলের কোনটা কোনটা কোন জোন হবে তা তারা নিজেরা সিদ্ধান্ত নেবে তবে কেন্দ্রের ফিসক্যাল সাপোর্ট নিয়ে মাইক্রো প্ল্যানিং জারি থাকবে ৷ রেড জোনেও শর্তসাপেক্ষে MSME খোলার পক্ষে রাজ্য এমনটাই জানিয়েছে সূত্র ৷ Photo- Representive
এই পর্বের লকডাউনেও সীমান্ত পুরোপুরি খুলে দিতে রাজি নয় হরিয়ানা ৷ সীমান্তে অনুমতি সাপেক্ষে প্রবেশ ও নির্গমনে অনুমতি মিলবে ৷রাজ্যের ১০ টি জেলায় বাস চলাচল শুরু হবে ৷ ১৮ মে থেকে দিল্লি রেলওয়ে স্টেশন থেকে বাস চলাচল শুরু হবে ৷ শিল্প ও বাণিজ্যভিত্তিক কাজকর্ম আগের চেয়ে বাড়বে ৷ হিমাচল প্রদেশের পক্ষ থেকে সূত্র জানিয়েছে এলাকায় শিল্পভিত্তিক কাজকর্ম বাড়বে ৷ কারফিউ শিথিল হবে তবে লকডাউন থাকবে ৷ সীমান্তে প্রবেশ অনুমতি সাপেক্ষ ৷ রাজ্যের মধ্যে মুভমেন্টএখনও সহজ করতে চায় না তারা ৷ তবে বাণিজ্যেকি কাজকর্ম বাড়াতে আগ্রহী তারা ৷ Photo- Representive
সামজিক দূরত্ব বজায় রেখে এলাকায় কাজর্কম শুরু করতে চায় ওড়িশা সরকার ৷ তবে কনটেইমেন্ট এলাকায় কড়াভাবেই লকডাউন মানা হবে ৷ উত্তরপ্রদেশ দেশের সবচেয়ে বেশি জনবসতি পূর্ণ রাজ্য ৷ ফলে এখানে রেড জোনে লকডাউন জারি থাকবে ৷ তবে রেড জোনের ঠিক বাইরে এক তৃতীয়াংশ দোকান খোলা হবে ৷ প্রাইভেট অফিসে ৫০ শতাংশ কর্মচারী দিয়ে কাজ করা যাবে ৷ তবে ইন্ডাস্ট্রিয়াল কাজগুলি শুরু করা যাবে ৷ অরেঞ্জ ও গ্রিন জোনে সতর্কতা যা ছিল তাই জারি থাকবে ৷ শপিং মস, সিনেমা হল ও জিম খুলবে না ৷
গ্রামীণ এলাকা ও রিটেল সেক্টরে ছাড় দিয়ে বাকি বিভাগে যেরকমভাবে লকডাউন জারি রেখে কাজ চলছিল তাই চলবে বিহারে ৷ গুজরাতে কনটেইমেন্ট জোনের বাইরে রেড জোনেও কিছু ছাড় থাকবে ৷ সেখানের অফিসে ৩০ শতাংশ কর্মচারী দিয়ে কিছুক্ষণের জন্য অফিস খোলা যাবে ৷ তবে কন্টেইনমেন্ট জোনে জারি থাকবে নিয়মবিধি ৷ Photo- Representive
মধ্যপ্রদেশে গ্রিন জোনে অর্থনৈতিক কাজ শুরু হবে ৷ গ্রিন জোনে দোকান অড ও ইভেন হিসেবে পর্যায়ক্রমে খোলা হবে ৷ রে়ড জোনে অর্থনৈতিক কাজকর্ম নিয়ন্ত্রিতভাবে চালু হবে ৷ সংক্রমিত এলাকার বাইরে কোথাও লকডাউন চালানোর পক্ষপাতী নয় রাজস্থান সরকার ৷ রাজ্যের কোন এলাকা কোন জোনে হবে তা নিজেদের হাতে রাখতে চেয়েছে রাজস্থান ৷ Photo- Representive
আরও দু সপ্তাহ লকডাউন রাখতে চায় অসম সরকার ৷ তারা সংক্রমণহীণ জোনে নিয়মবিধি মেনে কাজকর্ম শুরু করতে চায় ৷ তবে সামাজিক দূরত্ব মানতে হবে ৷ এদিকে দেশের মধ্যে সবচেয়ে খারাপভাবে আক্রান্ত মহারাষ্ট্রও নিজেদের প্রাথমিক ভাবনাচিন্তা করে ফেলেছে ৷ তারা লকডাউন জারি রাখতে চায় মুম্বই মেট্রোপলিটন রিজিয়ন,পুণে, শোলাপুর, ঔরঙ্গাবাদ এলাকায় ৷ মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠকের পর এই খবরই জানা গেছে সূত্রের মাধ্যমে ৷ Representative image.