ভ্রমণ বিভাগে ফিরে যান

ডুয়ার্সে ঘুরতে আসা পর্যটকদের জন্য সুখবর

May 15, 2020 | < 1 min read

লকডাউনের আগে লাটাগুড়িতে হোম-স্টে বা রিসর্ট যাঁরা বুকিং করেছিলেন, সেই টাকা কিন্তু জলে যাবে না। সেই বুকিং-এর রসিদ দেখিয়ে সংশ্লিষ্ট রিসর্টে বা হোম-স্টেতে থাকতে পারবেন তারা। এ জন্য বাড়তি টাকাও গুণতে হবে না পর্যটকদের। ২০২১ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত এই সুযোগ মিলবে পর্যটকদের। 

লকডাউনের কারণে অনেক পর্যটক আগাম বুকিং করেও আসতে পারেননি। তাদের কথা ভেবে এই সিদ্ধান্ত। যাতে ডুয়ার্সের প্রতি পর্যটকদের আকর্ষণ এবং ভরসা, দুটোই বাড়ে। তবে এই মুহূর্তে টাকা ফেরত দেওয়া সত্যিই সম্ভব নয়। কিন্তু সেই টাকায় যাতে তাঁরা আরও ১৬ মাস সুযোগ নিতে পারেন, তার ব্যবস্থা করা হয়েছে।

ডুয়ার্সে ঘুরতে আসা পর্যটকদের জন্য সুখবর

লকডাউনের জেরে বিভিন্ন কোম্পানি, কারখনা, শপিং মল থেকে যখন কর্মী ছাঁটাই হচ্ছে, সেখানে ডুয়ার্সের গোরুমারা, লাটাগুড়ি এলাকার ৭২টি রিসর্ট ও হোম-স্টের কর্মীদের ছাঁটাই করা হচ্ছে না। বরং তাঁদের জন্য ফুড-ব্যাঙ্ক খুলেছেন রিসর্ট মালিকরা।

অন্য বছর এই সময়ে বনাঞ্চলের মনোরম দৃশ্য উপভোগ করতে পর্যটকরা ভিড় করতেন ডুয়ার্সে। করোনা সংক্রমণের ভয়ে সমস্ত বুকিং বাতিল করেছেন রিসর্টের মালিকরা। সরকারি নির্দেশে বন্ধও করে দেওয়া হয়েছে রিসর্টগুলি। 

হোটেল মালিকদের দাবি, পর্যটকরা যাতে ফের ডুয়ার্সমুখী হয় তার জন্য সরকারি ভাবে সচেতনতা মূলক প্রচার দরকার। না-হলে আগামী নতুন বছরেও পর্যটকবিহীন থাকবে ডুয়ার্স।

TwitterFacebookWhatsAppEmailShare

#dooars, #tourists, #Travelling

আরো দেখুন