বিবিধ বিভাগে ফিরে যান

লকডাউন ফিরিয়ে দিয়েছে পরিবারের সান্নিধ্য

May 15, 2020 | < 1 min read

করোনা আতঙ্কে ২৩ শে মার্চ লকডাউন ঘোষনা করে কেন্দ্রীয় সরকার। প্রথমে ২১ দিনে লকডাউন ঘোষনা করা হয়েছিল। তারপর তা দফায় দফায় বাড়তে থাকে। আজ প্রায় ৫০ দিন গোটা দেশ গৃহবন্দী। অনেক অসুবিধার মুখোমুখি হতে হচ্ছে সবাইকে, প্রতি মুহূর্তে। আসছে মানসিক অবসাদও। সব্জি, আনাজেও টান পড়ছে।

কিন্তু ভেবে দেখেছেন কি লকডাউনে আসলে শাপে বর হয়েছে? যাদের বহুবছর ব্যস্ততার কারণে পরিবারের সাথে সময় কাটানোই হয়নি তারা লকডাউনে আসতে পেরেছেন পরিবারের মানুষগুলোর কাছাকাছি। শুধু শারীরিক উপস্থিতিতে নয়, মানসিক ভাবেও।

ভাবুন তো সেই বাচ্চাটির কথা, যার বাবা-মা দুজনেই চাকরি করে। সে কখনোই সেভাবে বাবা-মার সাথে সময় কাটাতে পারেনি। বাবা মাকে একসাথে পায়নি। সে প্রথমবার বাবা-মার সাথে একসাথে খেলা করছে, টিভি দেখার সুযোগ পাচ্ছে।

অথবা সেই গৃহবধু যে স্বামীকে আধ ঘুম চোখে সকালে, আর ক্লান্তি ভরা শরীরে রাতেই পায়। এখন পুরো সময়টাই তার। এ যেন এক নতুন জীবন। কিংবা সেই মা-বাবা যারা সারাদিন ছেলে বা মেয়ের অফিস থেকে ফেরার অপেক্ষায় চাতক পাখির মতো বসে থাকেন, তারাও আজ জীবনের এক নতুন অর্থ খুঁজে পেয়েছেন। 

লকডাউন পরিবারের মানুষগুলোকে কাছে এনেছে। সবাই নতুন করে উপলব্ধি করতে শিখেছে প্রতিটি সম্পর্ককে। 

TwitterFacebookWhatsAppEmailShare

#lock down, #family close

আরো দেখুন