স্বাস্থ্য বিভাগে ফিরে যান

পরিযায়ীদের পুল টেস্ট করবে কেন্দ্র

May 15, 2020 | < 1 min read

দেশে করোনা-আক্রান্তের সংখ্যা উর্ধ্বমুখী। তার উপর বিভিন্ন প্রান্ত থেকে ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের মধ্যেও ছড়িয়ে পড়ছে সংক্রমণ৷ তা রুখতে এ বার দেশের সব প্রান্তে থাকা পরিযায়ী শ্রমিকদের করোনা-পরীক্ষার সিদ্ধান্ত নিল স্বাস্থ্য মন্ত্রক৷ বৃহস্পতিবার মন্ত্রক জানায়, ২৫ জনের দলে ভাগ করে নিয়ে তাঁদের আরটিপিসিআর ‘পুল টেস্ট’ করা হবে। এক পদ্ধতি অনুসরণ করা হবে বিদেশ থেকে ফেরা ভারতীয় ও গ্রিন জোনের বাসিন্দাদের ক্ষেত্রেও।

মন্ত্রকর নির্দেশিকায় বলা হয়েছে, এই পরীক্ষার জন্য পিপিই পরা এবং ল্যাবরেটরির প্রশিক্ষণপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীদেরই কাজে লাগাতে হবে। পরিযায়ী শ্রমিক এবং অন্যান্যদের ‘থ্রোট সোয়াব’ ও ‘ন্যাসাল সোয়াব’ সংগ্রহ করে উপযুক্ত সুরক্ষা ও লেবেলিং-সহ তা পরীক্ষাগারে নিয়ে যেতে হবে৷ ২৫ জনের নমুনা বহনের ক্ষেত্রে আইসিএমআর-এর এই নির্দেশিকার অনুসরণ বাধ্যতামূলক। 

যদি পুল টেস্টের কোনও নমুনা পজিটিভি হয়, তা হলে প্রত্যেকটি নমুনার আলাদা করে আরটিপিসিআর টেস্ট করতে হবে। পরিযায়ী শ্রমিক ও অন্যান্য যাঁদের থেকে নমুনা সংগ্রহ করা হবে, তাঁরা যে কোয়ারান্টিন সেন্টারে থাকছেন সেখানকার কর্তৃপক্ষের কাছে ২৪ ঘণ্টার মধ্যে আরটিপিসিআর পরীক্ষার রিপোর্ট পৌঁছনো বাধ্যতামূলক। যাঁদের রিপোর্ট পজিটিভ আসবে, তাঁদের দ্রুত চিকিৎসা শুরুর কথাও বলা হয়েছে।

প্রতি দিন আরও বেশি নমুনা যাতে পরীক্ষা করা যায়, সে জন্য অত্যাধুনিক ‘কোবাস ৬৮০০’ মেশিন ব্যবহারের সিদ্ধান্ত নেয় কেন্দ্র। রোবোটিক্স প্রযুক্তি সম্পন্ন এই মেশিনে ২৪ ঘন্টার মধ্যে ১২০০ নমুনা পরীক্ষা সম্ভব ৷

TwitterFacebookWhatsAppEmailShare

#Coronavirus, #central government, #pool testing

আরো দেখুন