বিবিধ বিভাগে ফিরে যান

৩৭০০ কর্মীকে একসঙ্গে ছাঁটাই করল উবর

May 15, 2020 | < 1 min read

করোনাভাইরাসের প্রকোপে ব্যবসায় ‘মন্দা’ তৈরি হয়েছে বিশ্বজুড়ে। যার জেরে বেতনহ্রাস থেকে কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে বেসরকারি সংস্থাগুলি। এমতাবস্থায় অভূতপূর্ব ভাবে মিনিট তিনেকের এক ‘জুম’ ভিডিয়ো কনফারেন্স কলে ৩৭০০ কর্মী ছাঁটাইয়ের কথা জানিয়ে দিল অ্যাপ ক্যাব এগ্রিগেটর সংস্থা উবর। 

একাধিক সংস্থা কর্মী ছাঁটাই করলেও, যে ভাবে কনফারেন্স কলে ডেকে একসঙ্গে সংস্থার ১৪ শতাংশ কর্মীকে ‘ছাঁটাই’ করার কথা জানিয়ে দেওয়া হয়েছে, তা নিয়ে সমালোচনা ঝড় উঠেছে নানা মহলে। তৈরি হয়েছে বিতর্কও, যে এতদিন কাজ করার পরেও এইসব কর্মীকে সরিয়ে দেওয়ার ক্ষেত্রেও বিন্দুমাত্র সৌজন্য দেখাল না উবর।

৩৭০০ কর্মীকে একসঙ্গে ছাঁটাই করল উবর

সংস্থার কাস্টোমার সার্ভিস বিভাগের প্রধান রাফিন শাভেলিউ এই কর্মীদের ওই কনফারেন্স কলে ডেকে জানিয়ে দেন, চলতি বছরের শুরু থেকে ব্যবসা ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সংস্থার। বছরের প্রথম ৩ মাসেই প্রায় ২২ হাজার কোটি টাকার লোকসানের মুখে পড়তে হয়েছে। যা আরও বাড়ার পথেই এগোচ্ছে। এমতাবস্থায় কাস্টোমার সাপোর্টে থাকা ৩,৫০০ জন-সহ মোট ৩,৭০০ জনের এ দিনই সংস্থায় শেষ দিন। 

শাভেলিউ জানান, ব্যবসা আগের তুলনায় অর্ধেক মাত্রায় নেমে আসায়, এত সংখ্যক কাস্টোমার সাপোর্ট কর্মীদের দেওয়ার মতো কোনও কাজ নেই সংস্থার কাছে। তাই বাধ্য হয়েই এই চরম সিদ্ধান্ত নিতে হয়েছে তাঁদের।

TwitterFacebookWhatsAppEmailShare

#Uber, #lock down, #workers

আরো দেখুন