বিবিধ বিভাগে ফিরে যান

জানেন কোন ভারতীয় স্ন্যাকসের রেসিপির খোঁজ বেড়েছে ১০৭ শতাংশ? 

May 16, 2020 | < 1 min read

লকডাউনে বাড়ি থেকে বেরনো যাবে না। তাই বলে কি পছন্দের স্ন্যাকস খাওয়ার ইচ্ছেও চলে যাবে? পাড়ার মোড়ে বা কলেজের গেটে ফুচকা ওয়ালার দেখা পাওয়া যাচ্ছে না। তাই জিভে জল আনা ফুচকা তৈরীর উদ্যোগ এবার বাড়িতেই।

জানেন কোন ভারতীয় স্ন্যাকসের রেসিপির খোঁজ বেড়েছে ১০৭ শতাংশ?

গুগল ইন্ডিয়ার হিসেবে দেখা গিয়েছে লকডাউনের মধ্যে ফুচকার রেসিপির খোঁজ বেড়েছে ১০৭ শতাংশ। তবে স্বাদের পাশাপাশি স্বাস্থ্যের দিকেও নজর রেখেছে ঘরবন্দী দেশ। তাই ফুচকার মতো স্ন্যাকসের সঙ্গে আয়ুর্বেদিক হোম রেমিডি ‘কড়া’ তৈরীর প্রণালীর খোঁজও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে দেশবাসীকে ‘কড়া’ পান করতে অনুরোধ করার পরেই ৯০ শতাংশ বেড়েছে ‘কড়া’র রেসিপির খোঁজ।

এছাড়া অনলাইনে বিদ্যুতের বিল কী ভাবে মেটানো হয়, তার খোঁজও এই লকডাউনের মধ্যে ১৮০ শতাংশ বেড়েছে। এছাড়া কাছাকাছি ওষুধের দোকান জানতে চেয়েও গুগল সার্চ করেছেন অনেকে। মুদিখানার সামগ্রীর হোম ডেলিভারির খোঁজ বেড়েছে ৫৫০ শতাংশ।

TwitterFacebookWhatsAppEmailShare

#snacks recipe, #Food Preperation

আরো দেখুন