বিবিধ বিভাগে ফিরে যান

পোস্ট অফিসের এই স্কিমে হবে স্বপ্নপূরণ, মেয়াদ পূরণেই মিলবে কোটি টাকা

May 16, 2020 | 2 min read

 টাকা পয়সা জমিয়ে ভবিষ্যত  নিশ্চিত করা প্রত্যেকেরই জীবনের অন্যতম লক্ষ্য ৷ কোটিপতি হওয়ার স্বপ্নও অনেকের মনে সুপ্ত আকারে বেঁচে থাকে ৷ পরিশ্রম করে যদি কোটিপতি হওয়ার বাসনা থাকে সেক্ষেত্রে পোস্ট অফিসের এই স্কিম অত্যন্ত কাজে আসতে পারে ৷ প্রতীকী ছবি ৷

টাকা পয়সা জমিয়ে ভবিষ্যত  নিশ্চিত করা প্রত্যেকেরই জীবনের অন্যতম লক্ষ্য ৷ কোটিপতি হওয়ার স্বপ্নও অনেকের মনে সুপ্ত আকারে বেঁচে থাকে ৷ পরিশ্রম করে যদি কোটিপতি হওয়ার বাসনা থাকে সেক্ষেত্রে পোস্ট অফিসের এই স্কিম অত্যন্ত কাজে আসতে পারে ৷ প্রতীকী ছবি ৷

 পোস্ট অফিসের পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা পিপিএফে বিনিয়োগ করলেই কোটিপতি হওয়ার স্বপ্ন হতে পারে সত্যি ৷ সরকারের এই স্কিমের মাধ্যমে ভাল সুদ পাওয়ার সুযোগ থাকে, একই সঙ্গে বিভিন্ন ক্ষেত্রেই করে ছাড় পাওয়া যায় ৷ প্রতীকী ছবি ৷

পোস্ট অফিসের পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা পিপিএফে বিনিয়োগ করলেই কোটিপতি হওয়ার স্বপ্ন হতে পারে সত্যি ৷ সরকারের এই স্কিমের মাধ্যমে ভাল সুদ পাওয়ার সুযোগ থাকে, একই সঙ্গে বিভিন্ন ক্ষেত্রেই করে ছাড় পাওয়া যায় ৷ প্রতীকী ছবি ৷

 পিপিএফ প্রকল্পে এক বছরে সর্বাধিক ১.৫ লক্ষ টাকা জমানো যেতে পারে ৷ কোনও  গ্রাহকই এক অর্থবর্ষে ১.৫ লক্ষ টাকার থেকে বেশি টাকা জমাতে পারেন না ৷ অর্থাৎ বছরের ১.৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগে করে ছাড় পাওয়া যায় ৷ প্রতীকী ছবি ৷

পিপিএফ প্রকল্পে এক বছরে সর্বাধিক ১.৫ লক্ষ টাকা জমানো যেতে পারে ৷ কোনও  গ্রাহকই এক অর্থবর্ষে ১.৫ লক্ষ টাকার থেকে বেশি টাকা জমাতে পারেন না ৷ অর্থাৎ বছরের ১.৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগে করে ছাড় পাওয়া যায় ৷ প্রতীকী ছবি ৷

 যদি কোনও ইচ্ছুক ব্যক্তি প্রতি মাসে ১২,৫০০ হিসাবে বছরে ১.৫ লক্ষ টাকা পিপিএফ অ্যাকাউন্টে বিনিয়োগ করে থাকেন ৷ একই অনুপাতে টাকা জমালে ১৫ বছরে ৭.১ শতাংশ হারে সুদের সঙ্গে আসলের মোট অঙ্ক দাঁড়াবে ৪২.৬০ লক্ষ টাকা ৷ দু'বার করে পাঁচ বছরের মেয়াদ বৃদ্ধি করলে দশ বছরের জন্য মেয়াদ সম্প্রসারিত হয় ৷ সেক্ষেত্রে ২৫ বছরে মোট জমানো টাকার পরিমাণ হবে ১ কোটি ৷ যা ভবিষ্যত গঠনের ক্ষেত্রে অনেকেরই ক্ষেত্রে স্বস্তিদায়ক হতে পারে ৷ প্রতীকী ছবি ৷

যদি কোনও ইচ্ছুক ব্যক্তি প্রতি মাসে ১২,৫০০ হিসাবে বছরে ১.৫ লক্ষ টাকা পিপিএফ অ্যাকাউন্টে বিনিয়োগ করে থাকেন ৷ একই অনুপাতে টাকা জমালে ১৫ বছরে ৭.১ শতাংশ হারে সুদের সঙ্গে আসলের মোট অঙ্ক দাঁড়াবে ৪২.৬০ লক্ষ টাকা ৷ দু’বার করে পাঁচ বছরের মেয়াদ বৃদ্ধি করলে দশ বছরের জন্য মেয়াদ সম্প্রসারিত হয় ৷ সেক্ষেত্রে ২৫ বছরে মোট জমানো টাকার পরিমাণ হবে ১ কোটি ৷ যা ভবিষ্যত গঠনের ক্ষেত্রে অনেকেরই ক্ষেত্রে স্বস্তিদায়ক হতে পারে ৷ প্রতীকী ছবি ৷

TwitterFacebookWhatsAppEmailShare

#Money, #post office, #ppf

আরো দেখুন