অস্বস্তি বাড়িয়ে দক্ষিণ দিনাজপুরে করোনায় আক্রান্ত ৩, উত্তরে আরও ৩
May 17, 2020 | < 1min read
গ্রিন জোনে থাকা দক্ষিণ দিনাজপুরেও এবার থাবা বসাল করোনা ভাইরাস। ওই জেলার তিনজনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। একইসঙ্গে এদিন উত্তর দিনাজপুরে আরও তিনজনের করোনা সংক্রমণ ধরা পড়ে।
শনিবার মালদা মেডিকেলের ভিআরডিএলে যে ৬৭৯টি নমুনা পরীক্ষার রিপোর্ট আসে তার মধ্যে ৬টি রিপোর্ট পজিটিভ বলে জানা গিয়েছে।
দক্ষিণ দিনাজপুরে করোনায় আক্রান্ত ৩, উত্তরে আরও ৩
স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, আক্রান্তদের মধ্যে তিনজন দক্ষিণ দিনাজপুরের এবং তিনজন উত্তর দিনাজপুরের বাসিন্দা। দক্ষিণ দিনাজপুরের তিনজনই কুশমন্ডি ব্লকের বাসিন্দা বলে জানা গিয়েছে। তাঁরা সকলেই পরিযায়ী শ্রমিক বলে প্রাথমিকভাবে খবর মিলেছে। যদিও তাঁদের সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও মেলেনি।
অন্যদিকে, উত্তর দিনাজপুরের রায়গঞ্জ, কালিয়াগঞ্জ ও করণদিঘিতে একজন করে মোট তিনজনের করোনা সংক্রমণ ধরা পড়েছে।