ধান বিক্রি: কৃষকের কাছে মমতার এসএমএস
ধান বিক্রি করতে ইচ্ছুক সমস্ত কৃষকের কাছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে যাচ্ছে এসএমএস বার্তা। সেখানে মুখ্যমন্ত্রীর ঘোষণা, আগামী তিনদিনের মধ্যে আপনার অ্যাকাউন্টে ধানের দাম বাবদ টাকা চলে যাবে।
হাজারো প্রতিবন্ধকতার মধ্যেই লকডাউন পর্বে পয়লা মে থেকে শুক্রবার পর্যন্ত বিভিন্ন প্রান্ত থেকে তিন লাখ মেট্রিক টনের বেশি ধান সংগ্রহ করেছে রাজ্য সরকার। করোনা বিপর্যয়ে সামাজিক দূরত্ব বজায় রাখার কথা মাথায় রেখে এবার ধানের দাম চেকের পরিবর্তে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাচ্ছে সরকার। লকডাউন পর্বে কৃষকদের কাছ থেকে ধান ও অন্যান্য অনাজপাতি সরাসরি কিনতে ‘অন্নদাত্রী’ অ্যাপ চালু করেছে নবান্ন। সেই অ্যাপের মাধ্যমেও সরকারকে ধান বিক্রি করতে আগ্রহী কয়েক লক্ষ কৃষক। খাদ্য সরবরাহ দপ্তর সূত্রে জানা গিয়েছে, ধান সহ অন্য খাদ্যসামগ্রী যে সমস্ত গোডাউনে রয়েছে, সেগুলিতে গত কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ট্রাক, লরি এবং তার চালক, খালাসি সহ বহু মানুষ যাতায়াত করেছে। করোনা পর্বে এই গোডাউনগুলির স্যানিটাইজেশন অত্যন্ত জরুরি। তাই আগামী মঙ্গল ও বুধবার খাদ্য দপ্তরের সমস্ত গোডাউনে চলবে স্যানিটাইজেশনের কাজ।