করোনার প্রতিষেধক তৈরিতে অক্সফোর্ডের বিজ্ঞানীরা পেলেন ইতিবাচক ফল
প্রতিষেধক তৈরির কাজে গুরুত্বপূর্ণ ধাপে উত্তীর্ণ হলেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। মানব শরীরে এই প্রতিষেধকের পরীক্ষামূলক প্রয়োগ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। সাথেই, প্রাণীদেহে পরীক্ষার যে প্রাথমিক ফল মিলেছে, তা নিয়ে যথেষ্ট আশাবাদী বিজ্ঞানীরা। ছ’টি বাঁদরকে পরীক্ষার স্বার্থে করোনা ভাইরাসে সংক্রামিত করা হয়। প্রাথমিকভাবে দেখা গিয়েছে, বাঁদরের ফুসফুসের ক্ষতি আটকাতে সক্ষম হয়েছে এই প্রতিষেধক, পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের জেনার ইনস্টিটিউটের তৈরি এই প্রতিষেধক ইতিমধ্যেই এক হাজারের বেশি স্বেচ্ছাসেবকের দেহে প্রয়োগ করা হয়েছে। মানব শরীরে তার ফল নিয়ে এখন পরীক্ষা চলছে।
এ প্রসঙ্গে লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের অধ্যাপক স্টিফেন ইভান্স জানিয়েছেন যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ হল, করোনার গুরুতর সংক্রমণ সত্ত্বেও বাঁদরগুলি নিউমোনিয়ায় আক্রান্ত হয়নি। পার্শ্বপ্রতিক্রিয়ার কোনও প্রমাণও মেলেনি। সাধারণত প্রতিষেধক তৈরির ক্ষেত্রে বড় আশঙ্কার জায়গা হল পার্শ্ব প্রতিক্রিয়া সংক্রান্ত অসুখ। তাই এই প্রতিষেধক নিয়ে আশার আলো দেখছেন বিজ্ঞানীরা।