জীবনশৈলী বিভাগে ফিরে যান

কবিতায় জীবনশৈলীর পাঠ শিক্ষকের

May 18, 2020 | < 1 min read

কবিতার মাধ্যমে জীবনশৈলীর পাঠ দিতে লিখেছেন একটি বই নাদনঘাট রামপুরিয়া বিদ্যালয়ের ইংরেজির শিক্ষক। সেই কবিতা সাড়া ফেলেছে ছাত্রছাত্রীদের মনেও। কবিতা ভাইরাল হয়েছে ইউটিউবেও। জাতীয় শিক্ষক অরূপ চৌধুরীর আবেদন, জীবনশৈলী বা মূল্যবোধকে আবশ্যিক বিষয় হিসেবে সিলেবাসের অন্তর্ভুক্ত করা হোক। 

কবিতায় জীবনশৈলীর পাঠ শিক্ষকের

২০০৭ সালে জীবনশৈলীকে কো-কারিকুলার অ্যাক্টিভিটি হিসেবে সিলেবাসের অর্ন্তভুক্ত করা হয়। অরূপ  বাবু বলেন, ‘যখন জীবনশৈলী সিলেবাসে অন্তর্ভুক্ত হয় তখন রিসোর্স পার্সন হিসাবে কাজ করতে গিয়ে দেখেছিলাম, এটা ছাত্রছাত্রীদের সহজ ভাবে বোঝাতে হবে। বিষয়টা কবিতার আকারে উপস্থাপিত করলে সেটা অনেক বেশী উপযোগী হবে। তাই স্থির করি, এই বিষয়ে একটা কবিতার বই লিখব।’ সেই মতো এই শিক্ষকের লেখা ২০টি কবিতা নিয়ে প্রকাশিত হয়েছে ‘জীবন গড়ো শিল্পী তুমি’ বইটি।

অনেক সময়েই দেখা যায়, ছাত্রছাত্রীদের ক্ষমতার চেয়ে ঢের বেশী প্রত্যাশা করেন বাবা-মা। সেই কথা ফুটিয়ে তোলা হয়েছে ‘মা, ইতি তোমার দিপু’ কবিতায়। সেখানে মৃত্যুর পরে বাবা-মায়ের উদ্দেশ্যে এক ছাত্রের না-বলা মনের কথা ফুটিয়ে তোলা হয়েছে। ইতিমধ্যেই ইউটিউবে ভাইরাল হয়েছে ‘কবিতা ভালোবাসতে বলুন স্যার’। 

TwitterFacebookWhatsAppEmailShare

#lifestyle, #Teacher, #Nadia, #Poetry

আরো দেখুন