পরিযায়ীদের নিজেদের রাজ্যেই ঢুকতে বাধা অসম সরকারের
সারা দেশে পরিযায়ী শ্রমিকদের দুর্দশার চিত্র কেন্দ্র ও বিভিন্ন রাজ্যের সরকারকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। দিকে-দিকে পরিযায়ীদের দুর্দশার ছবি। মৃত্যুও হচ্ছে অগুণতি মানুষের। এরই মধ্যে অবশ্য বিভিন্ন রাজ্যে ফিরছেন পরিযায়ীরা। কিন্তু এই পরিস্থিতিতেও অসম সরকারের পুলিশের বিরুদ্ধে অমানবিকতার অভিযোগ উঠল।
অসম থেকে পশ্চিমবঙ্গে কাজে আসা পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফিরতে বাধা দেওয়া হয়েছে। বাধা দিয়ে বিতর্কে জড়িয়েছে অসম পুলিশ। রবিবার সন্ধ্যায় উত্তর পূর্বের ওই শ্রমিকরা বক্সিরহাট সীমান্ত দিয়ে অসমে ঢুকতে যান। কিন্তু সেই সময়ই তাঁদের বাধা দেয় অসম পুলিশ। বিষয়টি নিয়ে সোমবার ব্যাপক উত্তেজনা ছড়ায় বক্সিরহাটে। ঘটনাস্থলে আসেন অসমের মন্ত্রী।
ঘটনাটি নিয়ে অসম সরকার ও বিজেপিকে একহাত নিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। তিনি বলেন, ‘এটাই হল বিজেপির আসল চেহারা। গরিব পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে নিতেও এত অনীহা ওঁদের। মুখে শুধু বড়বড় কথা। বাংলা সব সময় শ্রমিকদের পাশে আছে।’
যদিও পরিযায়ীদের নিয়ে তাঁরা যথেষ্ট মানবিক বলেই দাবী করছে অসম সরকার। যে সব পরিযায়ী শ্রমিকরা ফিরে আসছেন রাজ্যে, তাদের জন্য জব কার্ডের ব্যবস্থা করছে অসম সরকার। এটা দেখিয়ে মনরেগার আওতায় একশো দিনের কাজ পাওয়া যাবে বলে দাবী করা হয়েছে সরকারের তরফে।
মুখ্যমন্ত্রী সর্বনান্দ সোনোওয়ালের নেতৃত্বে হওয়া একটি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে আলোচনার বিষয় ছিল, কীভাবে বাইরে থেকে করোনার জন্য রাজ্যে ফেরা মানুষদের কাজের ব্যবস্থা করা যায়। তখনই ঠিক হয় সব পরিযায়ীকে চাকরির জন্য বিশেষ কার্ড দেওয়া হবে। একই সঙ্গে যারা ফিরেছেন, তাদের প্রয়োজনে ট্রেনিং দেওয়ার জন্যেও সওয়াল করেন সোনোওয়াল।