স্বাস্থ্য বিভাগে ফিরে যান

করোনা পরীক্ষা-নীতি বদলাল কেন্দ্র

May 19, 2020 | 2 min read

মাত্র ২৪ ঘণ্টায় ৫,২৪২ জন আক্রান্ত! এই রেকর্ড সংক্রমণের জেরে চতুর্থ দফার লকডাউনের প্রথম দিনেই দেশে করোনা আক্রান্তের সংখ্যা লাখ পেরিয়েছে৷ পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। ২৪ ঘণ্টায় ১৫৭ জনের মৃত্যুতে সোমবার করোনার বলি ৩,০২৯-এর গণ্ডি ছুঁয়েছে। পরিস্থিতি বিচার করেই রাতারাতি করোনা পরীক্ষার নীতি বদল করল কেন্দ্র। 

সোমবার কেন্দ্রীয় সরকারি সংস্থা আইসিএমআরের তরফে জারি করা নতুন নির্দেশিকা অনুযায়ী, যাবতীয় উপসর্গহীন ব্যক্তি, যাঁরা করোনা আক্রান্তদের সংস্পর্শে এসেছেন, তাঁদের প্রত্যেকের করোনা পরীক্ষা বাধ্যতামূলক। করোনা পরীক্ষা করা হবে হাসপাতালে চিকিৎসাধীন সেই সব রোগীরও, যাঁদের মধ্যে সামান্য হলেও ইনফ্লুয়েঞ্জার উপসর্গ রয়েছে। 

বাধ্যতামূলক করোনা পরীক্ষার মধ্যে আনা হয়েছে বিদেশ বা অন্য রাজ্য থেকে ফিরে ইনফ্লুয়েঞ্জার কবলে পড়া ব্যক্তিদেরও৷ এর পাশাপাশি দেশের সবথেকে বেশি করোনা সংক্রামিত ২০টি শহরের জন্য আলাদা পরিকল্পনা করছে স্বাস্থ্য মন্ত্রক। সেখানে জুন-জুলাই মাসে করোনা সংক্রমণের সম্ভাব্য বাড়বাড়ন্তকে নিয়ন্ত্রণে আনতে তৈরি হচ্ছে নতুন খসড়া। 

সূত্রের খবর, মুম্বই, দিল্লি, আমেদাবাদের পাশাপাশি এই তালিকায় রয়েছে কলকাতা ও হাওড়া৷ কেন্দ্রের প্রাথমিক লক্ষ্য, জুলাইয়ের প্রথম সপ্তাহের মধ্যে সারা দেশে অন্তত এক কোটি লোকের করোনা পরীক্ষা করা৷ সোমবার সকাল পর্যন্ত দেশে করোনা পরীক্ষা হয়েছে ২৩,০২,৭৯২ জনের৷

করোনা আক্রান্তের সংখ্যা লাখের দোরগোড়ায় পৌঁছনোর থেকেও স্বাস্থ্য মন্ত্রককে বেশি চাপে ফেলছে করোনার নমুনা পজিটিভ হওয়ার ক্রমবর্ধমান হার৷ আগে যেখানে প্রতিদিন গড়ে দুই থেকে আড়াই হাজার নমুনা পজিটিভ হচ্ছিল, সেখানে এখন প্রতিদিনের গড় নতুন আক্রান্তের সংখ্যা চার হাজারেরও বেশি! ১৫ মে যেখানে করোনা সংক্রমণের গড় পজিটিভিটি ছিল ৪.৩ শতাংশ, সোমবার তা হয়েছে ৬.৯৮ শতাংশ!

এই হার দেখে দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে করোনা পরীক্ষার সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র৷ স্বাস্থ্য বিশেষজ্ঞদের অনুমান, জুলাইয়ে ভারতে সংক্রমণ সবথেকে বাড়বে। পারে। অন্যদিকে স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, কোনও অফিসে সংক্রমণ হলে সেই বিল্ডিং প্রয়োজনে ৪৮ ঘণ্টা পর্যন্ত বন্ধ রেখে জীবাণুমুক্ত করতে হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#India, #Coronavirus, #testing policy

আরো দেখুন