সাইক্লোন আম্পান – ‘অসৌজন্য’ নিয়ে তোপ মুখ্যমন্ত্রীর
এক দুর্যোগের মধ্যেই আর এক দুর্যোগের আশঙ্কা। তার মোকাবিলার প্রস্তুতি নিয়েও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ‘একতরফা’ ভাবে কাজ করার অভিযোগ উঠতে শুরু করল।
ঘূর্ণিঝড় ‘আম্পান’ মোকাবিলার প্রস্তুতি নিয়ে সোমবার সংশ্লিষ্ট রাজ্যগুলির সঙ্গে আলোচনা করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। নেতৃত্বে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে ডাকা হয়েছিল দিল্লিতে থাকা বাংলার রেসিডেন্ট কমিশনারকে। কিন্তু এই ব্যাপারে রাজ্য সরকারকে কিছুই জানানো হয়নি বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তাঁর কথায়, ‘‘নিয়ম হল, রাজ্যের কাউকে ডাকতে হলে মুখ্যসচিবের মাধ্যমে ডাকতে হয়। একটা বিপর্যয় নিয়ে বৈঠক হচ্ছে। প্রোটোকল মেনে তা করা হয়নি। রাজ্যে মুখ্যমন্ত্রী, মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব রয়েছেন। কারও সঙ্গে কথা বলা হয়নি। রেসিডেন্ট কমিশনারকে ডেকে নেওয়া হয়েছে, এমন তো দেখিনি! আইনটা ভাল করে দেখতে হবে। এটা অসৌজন্য।’’
মুখ্যমন্ত্রীর আরও বক্তব্য, ‘‘সব সামলাবে রাজ্য অথচ এক জন রেসিডেন্ট কমিশনারকে ডেকে নেওয়া হল। তিনি কী করবেন, রাজ্য চালাবেন? আমার মনে হয়, হয় স্বরাষ্ট্রমন্ত্রীকে কেউ বিভ্রান্ত করেছেন অথবা ভগবানই জানেন!’’