ঘূর্ণিঝড় মোকাবিলায় জঙ্গলে ম্যানগ্রোভ সৃজন মহিলাদের
এক দশকের পুরনো আয়লা কিংবা ছ’মাস আগের বুলবুলের ঘা এখনও শুকোয়নি। টানা দু’মাসের লকডাউন জেরে সুন্দরবনবাসী প্রবল আর্থিক সঙ্কটে। এই আবহে আম্পানের ভয়াবহ আগমনবার্তায় ‘সিঁদুরে মেঘ’ দেখছেন তাঁরা।
এরই মধ্যে ক্যানিং-১ ব্লকের নিকারিঘাটা গ্রাম পঞ্চায়েত এলাকায় মাটির নদীবাঁধ রক্ষায় ম্যানগ্রোভ লাগানোর কাজ শুরু করলেন স্থানীয় স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। মাতলা নদীর একেবারেই গা ঘেঁষে ম্যানগ্রোভের চারা গাছ লাগানোর কাজে হাত দিয়েছে গোটা কুড়ি স্বনির্ভর গোষ্ঠী। প্রতিটি গোষ্ঠীতে রয়েছেন ১০ থেকে ১৫ জন মহিলারা। ঘূর্ণিঝড় ঠেকানোর উদ্দেশ্যে এই সামাজিক উদ্যোগে কর্মসংস্থানও হয়েছে তাঁদের।
ক্যানিং-১ ব্লক ১০০ দিনের কাজের প্রকল্পের মাধ্যমে ম্যানগ্রোভের চারা তৈরির রেকর্ড করেছে জেলায়। সুন্দরবনের বিভিন্ন উপকূলবর্তী ব্লকগুলিতেও এখান থেকে চারা নিয়ে যাওয়া হয় নদীর চরে বসানোর জন্য। উদ্দেশ্য ভাঙন রোখা। পাশাপাশি এই ব্লকে শুরু করা হয়েছে পুরুষ শ্রমিকদের সাহায্যে দুর্বল নদীবাঁধগুলি মেরামত এবং খাল খননের কাজ।
ক্যানিং-১ ব্লকের বিডিও নীলাদ্রিশেখর দে এবং ব্লকের ১০০ দিনের কাজের প্রকল্পের আধিকারিক প্রশান্ত ঘোষের তত্ত্বাবধানে শুরু হওয়া এই কাজে ভিনরাজ্য থেকে ক্যানিংয়ে ফেরা পরিযায়ী শ্রমিকদের নতুন জবকার্ড তৈরি করে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে।