দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

শুরু হয়ে গেল আম্পানের ল্যান্ডফল

May 20, 2020 | < 1 min read

ঘনিয়ে এল সেই সময় । শুরু হয়ে গেল সুপার সাইক্লোন আম্পানের ল্যান্ডফল । পূর্বাভাস মতই ঠিক দুপুর আড়াইটে নাগাদ উপকূলে আছড়ে পড়ল আম্পান । এই প্রক্রিয়া চলবে ৪ ঘণ্টা ধরে । আবহাওয়া দফতর জানাচ্ছে, ঘূর্ণিঝড়ের মেঘের দেওয়াল পশ্চিবঙ্গের দক্ষিণ উপকূলে আছড়ে পড়েছে । দূরন্ত গতিতে স্থলভাগের ভিতরে প্রবেশ করছে সে।

১৭-২০ কিমি গতিবেগে সরছে ঘূর্ণিঝড়ের মূল কেন্দ্র । আছড়ে পড়ার সময় ঝড়ের গতি ১৮০ কিমি । তবে আবহাওয়াবিদরা জানাচ্ছেন, স্থলভাগে ঢুকলে উপকূল এলাকায় ঘূর্ণিঝড়ের গতি হবে ১৬০ কিমি ।

অন্যদিকে, ঠিক বিকেল ৪টের সময় থেকেই জোয়ার শুরু হওয়ার কথা সাগরে । রাত পৌনে ন’টায় জোয়ারের ঢেউ সবচেয়ে বেশি উঠবে । যদি একবার জোয়ারের সঙ্গে আম্পানের মেলবন্ধন ঘটে তাহলে পরিণাম হবে ভয়ঙ্কর ।

বিকেল সাড়ে ৫টা নাগাদ দক্ষিণ ২৪ পরগণার কেওড়াখালিতে ঢোকার কথা আম্পানের । এই মুহূর্তে দিঘা থেকে আর মাত্র ৬৫ কিমি দূরে রয়েছে আম্পান । সাগর থেকে ৩৫ কিলোমিটার দূরে ঘূর্ণিঝড় । এখন কলকাতায় ঝড়ের গতি ৭০ কিমি/ঘণ্টা ।

TwitterFacebookWhatsAppEmailShare

#আম্পান, #আমপান, #সাইক্লোন, #ঘুর্ণিঝড়

আরো দেখুন