রাজ্য বিভাগে ফিরে যান

উচ্চ মাধ্যমিকের বাকি পরীক্ষার দিন ঘোষণা

May 20, 2020 | < 1 min read

উচ্চ মাধ্যমিকের বাকি পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করা হল। লকডাউনের জেরে স্থগিত হওয়ার দিনক্ষণ মঙ্গলবার ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

শিক্ষামন্ত্রী বলেন, ২৯ জুন, ২ জুলাই ও ৬ জুলাই উচ্চ মাধ্যমিকের বাকি থাকা পরীক্ষাগুলো নেওয়া হবে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ পরীক্ষাসূচি ঘোষণা করবে বলে জানিয়েছেন তিনি।

পরীক্ষা সম্পর্কিত কিছু নিয়মের কথাও জানিয়েছেন শিক্ষামন্ত্রী। পার্থবাবু বলেন, পরীক্ষাকেন্দ্রে প্রত্যেক ছাত্র-ছাত্রীকে স্যানিটাইজার আনতে হবে। মাস্কও পড়তে হবে। প্রতি বেঞ্চে একজন করে পরীক্ষার্থী বসবেন। দুজন পরীক্ষার্থীর বেঞ্চের মধ্যে একটি বেঞ্চ খালি রাখা হবে। পরীক্ষার্থীদের মাঝে এক মিটার দুরত্ব বজায় রাখা হবে বলে খবর।

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে জানা গিয়েছে, ২৯ জুন ফিজিক্স, নিউট্রেশন, এডুকেশন ও অ্যাকাউন্টেন্সি পরীক্ষা হওয়ার সম্ভাবনা। ২ জুলাই কেমিস্ট্রি, ইকোনমিক্স, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, সংস্কৃত, পার্শিয়ান, অ্যারাবিক ও ফ্রেঞ্চ নেওয়া হতে পারে। ৬ জুলাই স্ট্যাটিসটিকস, ভূগোল, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে।

পরীক্ষা শেষ হওয়ার এক মাসের মধ্যেই ফলাফল প্রকাশিত হতে পারে বলে জানা গিয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Education, #West Bengal, #HS Exam

আরো দেখুন