দেশ বিভাগে ফিরে যান

অভূতপূর্ব মন্দার মুখে ভারত: গোল্ডম্যান স্যাক্স

May 20, 2020 | < 1 min read

আত্মনির্ভর ভারত গড়ে তোলার লক্ষে প্রধানমন্ত্রীর  ঘোষণা করা ২০ লক্ষ টাকায় খুব একটা খুশি হয়নি বিনিয়োগকারীরা। সোমবার সেনসেক্স প্রায় ১০৬৯ পয়েন্ট বা ৩.৪৪% এবং নিফটি ৩১৪ পয়েন্ট বা ৩.৪৩% পড়ে যায়। 

জিডিপির হার বৃদ্ধির জন্যও কেন্দ্রের তরফ থেকে কোন পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এর ফলে জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে দেশে শিল্পোৎপাদন এবং ব্যবসা বানিজ্যের মত কাজকর্ম, এপ্রিল-জুন ত্রৈমাসিকের তুলনায় ৪৫% সংকুচিত হবে বলে আশঙ্কা করছে গোল্ডম্যান স্যাক্স। এই বহুজাতিক সংস্থাটি আগে ২০% সংকচোনের কথা জানিয়েছিল। 

অর্থাৎ চলতি অর্থবর্ষে ভারতের অর্থনীতি ৫% অবধি সংকুচিত হবে বলে ধারণা করা হচ্ছে। যা হতে চলেছে এক বিরল মন্দা।

আর এক বিদেশি সংস্থা বার্নস্টেইনও মনে করে অর্থমন্ত্রীর ঘোষণা করা পাঁচ কিস্তির প্যাকেজ একটি ‘আকাশকুসুম’ পরিকল্পনা। এই সংস্থার মতে চলতি বছরে ভারতের অর্থনীতি ৭% সংকুচিত হবে। এই সংস্থার মতে দৈন কোষাগার নিয়ে বাজেট বরাদ্দ ব্যয়ের পরিমাণ অনেক বাড়ালে ভারতীয় মুদ্রার দাম এবং ক্রেডিট রেটিং অনেক কমে যেতে পারে।

ন্যাশনাল কাউন্সিল অফ অ্যাপ্লায়েড ইকনমিক রিসার্চ-এর মতে অর্থনীতি-র সূচক ঊর্ধ্বমুখী করতে সরকারি ব্যয়ের বরাদ্দ বাজেট ৩-৫% বাড়াতে হবে। 

TwitterFacebookWhatsAppEmailShare

#Indian Economy, #goldman

আরো দেখুন