← প্রযুক্তি বিভাগে ফিরে যান
গুগুল পে অ্যাকাউন্ট খুলবেন কিভাবে?
এখন দিনদিন নগদ বা চেকের ব্যবহার উঠে যাচ্ছে প্রায় সমস্ত লেনদেনের ক্ষেত্রে। তাই ধীরে ধীরে মাধ্যম হয়ে উঠছে ক্যাশলেস ট্রাঞ্জাকশন। ২০১৮ সালে ভারতে আসার পর থেকেই বিপুল জনপ্রিয় হয়ে উঠেছে গুগুল পে। অনেকেই ব্যবহার করছেন।
এখনো যারা এই অ্যাকাউন্ট খোলেন নি, তাদের সহজে এই অ্যাকাউন্ট খোলার প্রণালী বলা হল এখানে।
তার আগে জানিয়ে দেওয়া ভালো, এর জন্য আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে এবং ঐ অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা মোবাইল সিমটি ফোনে থাকতে হবে ও একটি জিমেল অ্যাকাউন্ট থাকতে হবে। পাশাপাশি সিম কার্ড প্রিপেড হলে কিছু টাকা থাকতে হবে।
- প্লেস্টোরে গিয়ে সার্চে টাইপ করুন Google Pay (Tez)
- এরপর অ্যাপটি ডাউনলোড ও ইন্সটল করুন
- এবার অ্যাপ খুলে ভাষা ঠিক করে নিন
- এরপর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বরটি ওখানে দিন
- এরপর ওকে ক্লিক করে সব অ্যালাউ করুন
- এরপর আপনি আপনার জিমেল অ্যাকাউন্ট ওখানে দিন
- এরপর কন্টিনিউতে ক্লিক করুন
- এরপর আপনার মোবাইলে যে ওটিপি নম্বর আসবে, সেটা ওখানে দিন
- এরপর ওকেতে ক্লিক করুন
- এরপর পরবর্তীকালে ব্যবহারিক নিরাপত্তার জন্য আপনাকে বাছতে হবে স্ক্রিন লক ব্যবহার করতে চান না গুগুল পিন ব্যবহার করতে চান
- আপনি গুগুল পিন ব্যবহার করতে চাইলে চার সংখ্যার যেকোনো একটা পিন নম্বর তৈরি করুন
- এরপর অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্টে গিয়ে প্রথমে আপনার ব্যাঙ্কটির নামের ওপর ক্লিক করুন
- এরপর ঐ সিমটির ওপর ক্লিক করুন (একাধিক সিম থাকা মোবাইল হলে) যেটা ব্যাঙ্কের সঙ্গে যুক্ত
- তারপর ওকে টিপুন
- এরপর আপনার কাছে ইউপিআই পিন চাওয়া হবে
- না থাকলে Don’t know your UPI PIN ক্লিক করুন
- এবার আপনার ডেবিট বা এটিএম কার্ডের শেষ ৬টি নম্বর এন্ট্রি করুন
- এর ফলে আপনার পিন এসে যাবে
- তারপর Enter UPI PIN ক্লিক করে সদ্য পাওয়া পিনটি লিখুন
- এবার রাইট চিহ্নে ক্লিক করুন
- এবার আপনার অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেছে
- এরপর আপনি যে কোনও কাউকে ১টাকা ট্রান্সফার করে চালু করে নিন আপনার গুগুল পে অ্যাকাউন্ট