বিবিধ বিভাগে ফিরে যান

ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী ৮ ঝড়

May 20, 2020 | 2 min read

পৃথিবীর ইতিহাসে বেশ কিছু ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগকে মানুষ ভুলতে পারেনি এখনো। এসব প্রাকৃতিক দুর্যোগ কেড়ে নিয়েছে কোটি মানুষের প্রাণ, কেড়ে নিয়েছে পরিবার পরিজন। ধ্বংস করে দিয়েছে সব কিছু। চলুন দেখে নেয়া যাক এমনই কয়েকটি প্রলয়ঙ্করী ঝড়।

১৯৯১ সাল: বাংলাদেশ

বাংলাদেশের ভয়াবহ ঘূর্ণিঝড়গুলোর মধ্যে সবচেয়ে বিধ্বংসী ১৯৯১ সালের ঘূর্ণিঝড়, যেটি ২৯ এপ্রিল ঘণ্টায় ২৩৫ কিলোমিটার বেগে উপকূলে আঘাত হেনেছিল। সমুদ্রের জলের উচ্চতা পৌঁছে গিয়েছিল সাত মিটার উঁচুতে। এতে প্রাণ হারিয়েছিল উপকূলের অন্তত ১ লাখ ৪০ হাজার মানুষ।

১৮৭৬: দ্য গ্রেট বাকেরগঞ্জ সাইক্লোন, বাংলাদেশ

১৮৭৬ সালের অক্টোবরে ভয়াবহ ঘূর্ণিঝড় আঘাত হানে বরিশালের বাকেরগঞ্জে। সে সময় ব্রিটিশ শাসনামল চলছিল। ভয়াবহ ঐ ঝড়ে প্রাণ হারিয়েছিল অন্তত ২ লাখ মানুষ।

১৯৭৫: নিনা টাইফুন, চীন

যদিও চীনে টাইফুন বা ঘূর্ণিঝড় খুবই স্বাভাবিক ঘটনা, তবুও ১৯৭৫ সালের ৩১ জুলাই চীনের হেনান প্রদেশে টাইফুন নিনার ভয়াবহতা সব ঝড়কে পেছনে ফেলে দেয়। ভয়াবহ ঐ ঝড়ে প্রাণ হারায় ২ লাখ ৩১ হাজার মানুষ৷ ক্ষতিগ্রস্ত হয় ১ কোটি ১০ লাখ মানুষ।

১৮৮১ সাল: হাইফোং, ভিয়েতনাম

১৮৮১ সালের অক্টোবর মাসে ভিয়েতনামের হাইফোং শহরে ভয়াবহ টাইফুন আঘাত হানে। এতে প্রাণ হারায় ৩ লাখ মানুষ।

১৯৩৭ এবং ১৮৩৯ সাল: ভারত

১৭৩৭ সালের অক্টোবর মাসে বঙ্গোপসাগরের উপর দিয়ে ধেয়ে এসে কলকাতায় আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড়। বেশিরভাগ ইউরোপীয় গণমাধ্যমে বলা হয়েছিল, ঐ ঝড়ে প্রাণ হারিয়েছিল প্রায় তিন লাখ মানুষ। কিন্তু সেসময় কলকাতায় মাত্র ১০ হাজার মানুষ বসবাস করত৷ তাই এই সংখ্যাটি নিয়ে অনেকের সংশয় রয়েছে। ১৮৩৯ সালের নভেম্বরে ভারতের অন্ধ্রপ্রদেশের কোরিঙ্গা এলাকায় বিধ্বংসী ঝড়ে প্রাণ হারিয়েছিলেন অন্তত তিন লাখ মানুষ। নষ্ট হয়েছিল ২৫ হাজার জাহাজ।

১৯৭০ সাল: ভোলা সাইক্লোন, বাংলাদেশ

বিশ্ব ইতিহাসের ভয়ংকর প্রাকৃতিক দুর্যোগগুলোর মধ্যে অন্যতম বলা হয় ভোলা সাইক্লোনকে। ১৯৭০ সালের ১৩ নভেম্বর তৎকালীন পূর্ব পাকিস্তানের উপর দিয়ে ঘণ্টায় ২০৫ কিলোমিটার বেগে বয়ে যায় সাইক্লোন। ঐ ঝড়ে প্রাণ হারায় অন্তত পাঁচ লাখ মানুষ, যাদের মধ্যে এক লাখই ছিলেন জেলে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #storms, #Cyclone Amphan

আরো দেখুন