দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

রাজ্যে আম্পানের বলি ৭২, মোদিকে রাজ্যে পরিদর্শনে আসার প্রস্তাব মমতার

May 21, 2020 | 2 min read

দুর্যোগে যেন দুমড়ে-মুচড়ে গিয়েছে শহর। দুই ২৪ পরগনা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলির অবস্থা আরও খারাপ। শিকড় উপড়ে রাস্তায় রাস্তায় পড়ে রয়েছে গাছ। তীব্র ঝড়ে নির্বিচারে ভেঙেছে পোস্ট। এরমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, আম্পানের তাণ্ডবে রাজ্যে ৭২ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে কলকাতায় ১৫ এবং হাওড়ায় ৭ জনের মৃত্যু হয়েছে। নিহতদের প্রত্যেকেই গাছ পড়ে বা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রয়াত। নিহতদের পরিবার পিছু ₹২ লাখ ক্ষতিপূরণ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। আম্পানের তাণ্ডবে বিপর্যস্ত জেলা পুনর্গঠনে ₹১০০০ কোটির তহবিল গঠন করার কথা জানিয়েছেন তিনি।

দুর্যোগের দুঃসময়ে ত্রাণে জোর দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। টাস্ক ফোর্সের বৈঠকে মন্ত্রী ও আমলাদের এই সচেষ্ট হতে বলেছেন তিনি। পাশাপাশি ফের একবার কেন্দ্রীয় সাহায্যের প্রসঙ্গ তুলেছেন মুখ্যমন্ত্রী। এমনকী ‘বাংলার পরিস্থিতি নিজে এসে দেখতে’ প্রধানমন্ত্রীকেও প্রস্তাব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আম্পানের তাণ্ডবে বিপর্যস্ত জেলা পুনর্গঠনে ₹১০০০ কোটির তহবিল গঠন করার কথা জানিয়েছেন মমতা

প্রসঙ্গত, আম্পানের তাণ্ডবের পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে আসছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও ফোনে ত্রাণ ও বিপর্যয় মোকাবিলা বাবদ অর্থ সাহায্যের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘৫০০ দিন বাদে টাকা পেলে লাভ নেই। দ্রুত দরকার। COVID-এর টাকা এখনও পাইনি। রাজ্যের ভাঁড়ারে এমনিই টান। তার উপর দুর্যোগ।’

নবান্নে টাস্কফোর্সের বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘আবহাওয়া ঠিক থাকলে, শনিবার দুই ২৪ পরগনার পরিস্থিতি খতিয়ে দেখার চেষ্টা করব।’ পরবর্তী সময়ে বিধ্বস্ত জেলাগুলি পরিদর্শনেরও ইচ্ছাপ্রকাশ করেছেন তিনি। মন্ত্রীদেরও জেলায় জেলায় পরিস্থিতি ঘুরে দেখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে প্রতি ক্ষেত্রেই সামাজিক দূরত্ববিধি মেনে চলার নির্দেশ দিয়েছেন তিনি।

রাজ্য সরকারের সব দফতরকে নিয়ে দ্রুত ত্রাণ ও পুনর্গঠনের কাজ শুরু করতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারি আমলাদের সাত দিনের মধ্যে ক্ষতি ও ত্রাণ ব্যবস্থার রিপোর্ট তাঁকে জমা দিতে বলেছেন তিনি।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #Modi, #Narendra Modi, #Amit shah, #cyclone, #amphan, #Super Cyclone, #Cyclone Amphan, #Amphan Super Cyclone

আরো দেখুন