উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

ঘূর্ণিঝড় নিম্নচাপ হয়ে বাংলাদেশে, আজ বৃষ্টিতে ভাসবে উত্তরবঙ্গ

May 21, 2020 | < 1 min read

ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আম্পান শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হল। এ রাজ্যের সীমানা ছাড়িয়ে নিম্নচাপটি এখন বাংলাদেশের উপরে অবস্থান করছে। বৃহস্পতিবার ভোরে সাইক্লোনের তকমা হারিয়ে আম্পান নিম্নচাপের আকার নিয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

আবহাওয়া বিজ্ঞানীরা জানাচ্ছেন, নিম্নচাপে পরিণত হলেও বাংলাদেশের বিভিন্ন অঞ্চল-সহ এ রাজ্যের নদিয়া, মুর্শিদাবাদ এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃহস্পতিবার বৃষ্টি চলবে। হাওয়ার গতি থাকবে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতিঘণ্টায়। এমনকি সিকিমেও বৃষ্টি হবে।

নদিয়া, মুর্শিদাবাদ এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃহস্পতিবার বৃষ্টি চলবে

তবে তার আগে ‘অতি মারাত্মক’ এই ঘূর্ণিঝড়টি রাজ্যের দক্ষিণভাগে তাণ্ডব চালিয়েছে কয়েক ঘণ্টা ধরে। লন্ডভন্ড হয়ে গিয়েছে কলকাতা। তছনছ হয়ে গিয়েছে দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের একাংশ। কী ভাবে রাজ্যকে দ্রুত স্বাভাবিক ছন্দে ফেরানো যায়, তারই চেষ্টা চালাচ্ছে রাজ্য প্রশাসন। উদ্ধার কাজে নেমেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী।

বুধবার সুন্দরবনকে কেন্দ্র করে আছড়ে পড়ে আমপান। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ১৫৫ থেকে ১৬৫ কিলোমিটার প্রতি ঘণ্টায় গতিবেগ ছিল আমপানের। কোথাও ১৮৫ কিলোমিটারও গতি উঠেছিল এই বিধ্বংসী ঘূর্ণিঝড়ের। কলকাতায় সর্বোচ্চ গতি ছিল প্রতি ঘণ্টায় ১৩৩ কিলোমিটার। বুধবার সন্ধ্যায় প্রথমে দক্ষিণ ২৪ পরগনায় তাণ্ডব চালিয়ে, পরে উত্তর ২৪ পরগনায় রাতভর চলে আমপানের দাপট।

TwitterFacebookWhatsAppEmailShare

#Amphan Super Cyclone, #North Bengal, #cyclone, #amphan, #Super Cyclone, #Cyclone Amphan

আরো দেখুন