আম্পানে বিধ্বস্ত বাংলার জন্য ১০০০ কোটির প্যাকেজ কেন্দ্রের
ভয়াবহ ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আজ শুক্রবার রাজ্যে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হেলিকপ্টারে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার জন্য ১০০০ কোটি টাকার আপত্কালীন প্যাকেজ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সাংবাদিক সম্মেলনে মোদী বলেন, ‘আম্পানে ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছে কেন্দ্র ও রাজ্য সরকার। বাংলাকে আপৎকালীন সাহায্য হিসেবে এক হাজার কোটি টাকা দেওয়া হচ্ছে। আমরা সবাই চাই পশ্চিমবঙ্গ এগিয়ে যাক।’
প্রধানমন্ত্রী আরও জানান, ‘আম্পানের কারণে ক্ষয়ক্ষতি ও সেখানকার পরিস্থিতির সবিস্তার সমীক্ষার জন্য কেন্দ্র একটি দল পাঠাবে। পুনর্বাসন ও পুনর্নির্মাণের সব দাবি মেটানো হবে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আমি সবার সঙ্গে যোগাযোগ রাখছিলাম। ক্ষয়ক্ষতি কমাতে সবরকমভাবে চেষ্টা চালিয়েছি। সবার প্রতি আমাদের সমবেদনা রয়েছে। আর রাজ্যের এই সংকটে আমরা পাশে আছি। নির্মাণ, ব্যবসা, কৃষি ও সম্পত্তির ব্যাপক ক্ষতি হয়েছে।’
রাজ্যে তৃণমূলের পাশাপাশি বাম-কংগ্রেস নেতৃত্বও এই দুর্যোগকে জাতীয় বিপর্যয় বলে ঘোষণার দাবি তুলে কেন্দ্রর উপর চাপ তৈরি করছিল। এর পর বৃহস্পতিবার দুপুরে বাংলার মানুষকে সহমর্মিতা ও সবরকম সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আশ্বাস দিয়ে টুইট করেন প্রধানমন্ত্রী।
নবান্নে সাংবাদিক বৈঠক করে আম্পান উপদ্রুত এলাকা ঘুরে দেখার জন্য প্রধানমন্ত্রীকে আর্জি জানান মমতা। এর পরই রাতে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সফরের বিষয়টি চূড়ান্ত করে রাজ্যকে জানানো হয়।