দেশ বিভাগে ফিরে যান

২৪ ঘণ্টায় ভারতে ৬০০০-এর বেশি মানুষ আক্রান্ত করোনায়, প্রবল উদ্বেগ

May 22, 2020 | < 1 min read

একদিকে প্রবল ঝড়ের তাণ্ডব অন্যদিকে করোনার দংশন। দুই জোড়া ফলায় দেশ কার্যত বিপর্যস্ত । তবুও যাবতীয় সমস্যাকে চ্যালেঞ্জ হিসাবে নিয়েই এগিয়ে চলেছে ১৩০ কোটির দেশ। এদিকে, গত ২৪ ঘণ্টায় ভারতে ক্রমেই বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা।

ভারতে একদিনে গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক মানুষ আক্রান্ত হয়েছেন করোনায়। করোমার জেরে ভারতে একদিনে ৬০০০ জনের দেহে মিলেছে করোনার সংক্রমণ। পরিসংখ্যান বলছে ৬০৮৮ জন।

দেশে করোনার জেরে মোট আক্রান্তের সংখ্যা ১১৮৪৪৭ জন। যে সংখ্যা ক্রমেই বাড়তে শুরু করেছে। মৃতের সংখ্যা এখনও পর্যন্ত দেশে ৩৫৮৩ জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী দেশে সুস্থ হয়ে উঠেছেন ৪৮ হাজার মানুষ। করোনা আক্রান্তদের মধ্যে অ্যাকটিভ কেস রয়েছে ৬৬ হাজারের বেশি মানুষের দেহে।

মহারাষ্ট্রের পরিস্থিতি দেশে সবচেয়ে খারাপ অবস্থায়। সেরাজ্যের অবস্থার প্রবল খারাপ হাল। সেখানে ৪১ ৬৪২ জন আক্রান্ত। ১৪৫৪ জনের করোনার জেরে মৃত্যু হয়েছে সেরাজ্যে। এরপরই রয়েছে তামিলনাড়ু , গুজরাত, দিল্লি ।

TwitterFacebookWhatsAppEmailShare

#Coronavirus, #Corona Virus, #coronavirusinindia, #CoronaOutbreak, #CoronavirusUpdates, #Corona pandemic

আরো দেখুন