বিবিধ বিভাগে ফিরে যান

আম্পানে বিধ্বস্ত বাংলা, সাহায্যের আশ্বাস কেকেআরের

May 22, 2020 | < 1 min read

প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে বিধ্বস্ত গোটা দক্ষিণবঙ্গ। কলকাতা-সহ হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি ও পূর্ব মেদিনীপুরের অবস্থা অত্যন্ত সঙ্গীণ। গোটা দক্ষিণবঙ্গ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। এই পরিস্থিতিতে সবরকমভাবে বঙ্গবাসীর পাশে দাঁড়ানোর বার্তা দিল আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স।

বুধবার আম্পানের দাপট শুরু হওয়ার পরই নাইটরা কভারে ঢাকা ইডেন গার্ডেন্সের একটি ছবি পোস্ট করে টুইটারে। কেকেআরের সরকারি টুইটার হ্যান্ডেলে সেই ছবিটি পোস্ট করে বলা হয়, “এই ঝড় শীঘ্রই থেমে যাবে। আমরা খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। কিন্তু আরও কঠিন এবং শক্তিশালী হয়ে ফিরে আসব।”

পাশাপাশি সবাইকে নিরাপদে থাকার বার্তাও দেয় নাইটরা। বৃহস্পতিবার সেই টুইটটি রিটুইট করেন কেকেআরের সিইও বেঙ্কি মাইশোর। তিনি বলেন, ”পশ্চিমবঙ্গ এবং ওড়িশার বন্ধুদের ফোন করে জানতে পেরেছি যে পরিস্থিতি ভয়ঙ্কর। আম্পানে বিপর্যস্ত দুই রাজ্যের পাশে দাঁড়িয়ে সবরকম সাহায্য করতে আমরা প্রস্তুত।”

উল্লেখ্য, এরপরে কেকেআরের তরফে সচেতনতা ছড়ানোর লক্ষ্যে আম্পানে বিপর্যস্ত রাজ্যর হেল্পলাইন নাম্বারও টুইটারে পোস্ট করা হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Super Cyclone, #Cyclone Amphan, #Amphan Super Cyclone, #KKR, #Kolkata Knight Riders, #cyclone, #amphan, #cyclone umpun

আরো দেখুন