দেশ বিভাগে ফিরে যান

আম্পান বিপর্যয়ের ২৪ ঘন্টা পর টুইট মোদির, সমালোচনায় নেটিজেনরা

May 22, 2020 | < 1 min read

বুধবার বেলা আড়াইটেয় বাংলায় ঘূর্ণিঝড় আম্পান আছড়ে পড়েছিল। বৃহস্পতিবার দুপুর ১টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথম প্রতিক্রিয়া আসে।

অনেক নেটিজেনদের বক্তব্য, ‘‘প্রধানমন্ত্রীর তৎপরতা দেখার মতো। ঠিক ২৪ ঘণ্টার মধ্যেই তিনি টুইট করেছেন। গুজরাত বা উত্তরপ্রদেশে পথ দুর্ঘটনা হলেও এক ঘণ্টার মধ্যে প্রতিক্রিয়া চলে আসত।’’

প্রধানমন্ত্রী টুইট করে জানান, ‘‘পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় আমপানের দৃশ্য দেখছি। এই চ্যালেঞ্জের সময় গোটা দেশ পশ্চিমবঙ্গের পাশে রয়েছে। রাজ্যের মানুষের মঙ্গল কামনা করছি। স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার চেষ্টা চলছে। কেন্দ্রের শীর্ষ আধিকারিকেরা পরিস্থিতির উপরে নজর রাখছেন। পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে সমন্বয় রেখে কাজ করছেন।’’

প্রধানমন্ত্রীর টুইটের মিনিট চারেক আগে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-ও পশ্চিমবঙ্গের পরিস্থিতি নিয়ে টুইট করেন। কেন্দ্রীয় সরকারের দুই শীর্ষ ব্যক্তির পশ্চিমবঙ্গের দুর্যোগ নিয়ে প্রতিক্রিয়া জানাতে কেন প্রায় সাড়ে ২৩ ঘণ্টা লাগল, তা নিয়ে রাজনৈতিক শিবিরের সঙ্গে আমজনতার মধ্যেও প্রশ্ন উঠেছে।

রাজ্যপাল জগদীপ ধনখড় যে ভাবে বিভিন্ন এজেন্সির দায়িত্ববোধের ফলে (তিনি যাদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন) রাজ্যে ন্যূনতম ক্ষতি হয়েছে বলে টুইট করেছেন, তাতেই সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট চর্চা হয়েছে। এক জনের মন্তব্য, ‘ন্যূনতম ক্ষতি? এ বার যে আমরাও একটু আধটু অপমানিত হতে শুরু করেছি, স্যর!’

TwitterFacebookWhatsAppEmailShare

#Narendra Modi, #amphan, #Super Cyclone, #Cyclone Amphan, #Amphan Super Cyclone

আরো দেখুন