দেশ বিভাগে ফিরে যান

৩৪% পরিবার রসদহীন হবে ৭ দিনে: সিএমআইই সমীক্ষা

May 23, 2020 | < 1 min read

দীর্ঘ লকডাউনের ব্যাপক ক্ষতিকারক প্রভাব পড়েছে দেশের অর্থনৈতিক ভাবে পিছিয়ে থাকা পরিবারের মধ্যে। সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি’র (সিএমআইই) সাম্প্রতিক সমীক্ষায় উঠে এসেছে চাঞ্চল্যকর এক তথ্য। আগামী এক সপ্তাহের মধ্যে ভাঁড়ারে থাকা রসদ-খাদ্যসামগ্রী ফুরিয়ে যেতে চলেছে দেশের এক তৃতীয়াংশ (৩৪%) পরিবারের।

অবিলম্বে সরকারি বা কোনও ক্ষেত্র থেকে ত্রাণ না পেলে দু’বেলা দু’মুঠো খাওয়াও জুটবে না তাঁদের। শহরাঞ্চলের ৬৫% পরিবার জানিয়েছে, আগামী এক সপ্তাহ চালিয়ে যাওয়ার পর্যাপ্ত রসদ রয়েছে তাঁদের কাছে, সেখানে গ্রামাঞ্চলের মাত্র ৫৪% পরিবার সেই দাবি করতে পেরেছে।

এই সমীক্ষায় আরও দাবি করা হয়েছে, দেশের ৮৪ শতাংশ পরিবারের মাসিক আয় কমে গিয়েছে এই লকডাউনের সময়ে। চাকরিযোগ্য দেশবাসীর এক চতুর্থাংশই বর্তমানে বেকার হয়ে পড়েছেন। এই সার্ভে-তে আরও জানানো হয়েছে, ২১ মার্চ যেখানে দেশে কর্মহীনতার হার ছিল ৭.৪%, সেখানে ৫ মে তা বেড়ে পৌঁছে গিয়েছে ২৫.৫%। সবথেকে কম ক্ষতিগ্রস্ত হয়েছেন দিল্লি, পাঞ্জাব এবং কর্নাটকের মতো রাজ্যের মানুষ, সর্বাধিক ক্ষতিগ্রস্ত হয়েছেন বিহার, হরিয়ানা, ঝাড়খন্ডের বাসিন্দারা।

TwitterFacebookWhatsAppEmailShare

#unemployment rate, #CMIE, #Lockdown, #household survey, #unemployment

আরো দেখুন