আম্পানে ক্ষতিগ্রস্ত বহু স্কুল-কলেজের ক্যাম্পাস
আম্পানের তাণ্ডবে রেহাই পেল না শহর ও শহরতলির অনেক স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়। পরিস্থিতি এতটাই খারাপ যে, লকডাউন উঠে যাওয়ার পর ১১ জুন ক্যাম্পাস খুললে কোথায় বসবে পড়ুয়ারা, তা ভেবেই মাথায় হাত অনেক কলেজের অধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয়ের কর্তাদের।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের একাধিক ক্যাম্পাস, যাদবপুর, শিক্ষক শিক্ষণ বিশ্ববিদ্যালয়ে উম্পুনের ধ্বংসলীলায় বহু পুরোনো গাছ উপড়ে গিয়েছে। নিউ আলিপুর, মহেশতলা এবং বিজয়গড় জ্যোতিষ রায় কলেজে কোথাও মূল ভবনের ছাদ ভেঙেছে। কোথাও ক্লাসরুমের ছাদ উড়ে যাওয়ায় খোলা আকাশ দেখা যাচ্ছে।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকলে এক লহমায় মনে হতে পারে যেন কোনও যুদ্ধ সবে শেষ হল। বোর্ড, হোর্ডিং, দিক নির্দেশগুলি ভেঙে পড়েছে। ভেঙে গিয়েছে সেন্ট্রাল লাইব্রেরির সামনে থাকা খাদ্য ও বই আন্দোলনের মূর্তিগুলি। বহু স্মারকের খোঁজ নেই। রাস্তা, সিঁড়ির উপর পড়েছে গাছ।