আম্পান নিয়ে মমতা-হাসিনা কথা
আম্পানে বিধ্বস্ত পশ্চিমবঙ্গে ক্ষয়-ক্ষতি কতটা হয়েছে, তা জানতে শুক্রবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন। তাঁদের মধ্যে কিছু ক্ষণ কথা হয়েছে। বেলা ১১.১০ নাগাদ দু’জনের মধ্যে কথা হয়েছে বলে হাসিনার প্রেস সচিব ইহসানুল করিম ‘ঢাকা ট্রিবিউন’কে জানিয়েছেন। এই বিধ্বংসী ঝড়ে কী কী ক্ষয়-ক্ষতি হয়েছে তা জানতে চান হাসিনা।
অন্য দিকে, এই ঝড়ে ও তার প্রভাবে বৃষ্টিতে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। ২৬টি জেলা ক্ষতিগ্রস্ত। সরকারের প্রাথমিক হিসেব, তাদের ১১০০ কোটি টাকা (বাংলাদেশি টাকা) ক্ষতি হয়েছে। বিভিন্ন দপ্তরের থেকে তারা যা হিসেব পেয়েছে, তাতে তাই-ই দাঁড়ায়। বিপর্যয় মোকাবিলা ও ত্রাণ মন্ত্রী মহম্মদ এনাউর রহমান এই তথ্য দিয়েছেন। জানা দিয়েছে, ঝড়ের প্রভাবে গোটা বাংলাদেশে প্রায় এক কোটি মানুষ বিদ্যুৎ বিপর্যয়ের সম্মুখীন হয়েছেন।
উপকূলবর্তী খুলনা, যশোর, ফিরোজপুরের মতো এলাকার বহু গ্রাম এখনও জলের তলায়। একরের পর একর ভেড়ির মাছ ভেসে গিয়েছে। নষ্ট হয়েছে চাষ। বিপর্যস্ত সুন্দরবনের ক্ষয়-ক্ষতির হিসেব করতে তৈরি হয়েছে একাধিক কমিটি, যা আগামী দু’এক দিনের মধ্যে রিপোর্ট দিতে পারে বলে জানা গিয়েছে।