দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

আম্পানের তাণ্ডবে ক্ষতি ৯০ কোটির রেশন সামগ্রীর

May 23, 2020 | < 1 min read

লকডাউনের সময়ে মানুষের কাছে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার প্রশাসনিক প্রচেষ্টাকে এক ধাক্কায় পিছিয়ে দিল ঘূর্ণিঝড় আম্পান। বুধবারের দুর্যোগে শহর ও শহরতলির তিনশোটির মতো রেশন দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। দোকানে বৃষ্টির জল ঢুকে বস্তার চাল, চিনি, ময়দা, ছোলার ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছে খাদ্য দফতর। এমনকি, শুক্রবারেও কিছু রেশন দোকান থেকে বৃষ্টির জল বার করা যায়নি।

রমজান উপলক্ষে রেশন দোকানগুলিতে বেশি পরিমাণে চিনি, ছোলা ও ময়দা মজুত করা হয়েছিল। এখন সে সবের দফারফা অবস্থা। শুক্রবার ভেজা বস্তা থেকে চাল বার করে দোকান চত্বরেই শুকোতে দেখা গিয়েছে অনেক ডিলারকে। খাদ্য দফতর সূত্রের খবর, কলকাতা ও শহরতলি মিলিয়ে ২২৫২টি রেশন দোকান রয়েছে। শুধু শহরেই রয়েছে ৯৩৪টি।

খাদ্য দফতর সূত্রের খবর, আমহার্স্ট স্ট্রিট, মুচিপাড়া, বেনিয়াপুকুর, বেহালা, মানিকতলা, জোড়াবাগান, ওয়াটগঞ্জ, মোমিনপুর এলাকার রেশন দোকানগুলির অবস্থা ভয়াবহ। বনহুগলি, রিষড়া, শ্রীরামপুর, বজবজ, হাওড়ার বিভিন্ন রেশন দোকানে জল ঢুকে নষ্ট হয়েছে বহু খাদ্যসামগ্রী। শুক্রবার সকালেও ওই সব এলাকার রেশন ডিলারদের বালতি করে দোকানের জল রাস্তায় ফেলতে দেখা গিয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Ration, #cyclone, #amphan, #Super Cyclone, #Cyclone Amphan, #Amphan Super Cyclone

আরো দেখুন