দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

পুনর্গঠনই মূল লক্ষ্য, কাকদ্বীপে বললেন মমতা

May 23, 2020 | < 1 min read

ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে শনিবার দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে পৌঁছালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিস্থিতি মোকাবিলায় সেখান থেকে একগুচ্ছ পরিকল্পনা ঘোষণা করলেন তিনি।

মহকুমা শাসকের দফতরে বৈঠকের পর সাংবাদিকদের সামনে মমতা বলেন:

ঘূর্ণিঝড়ে রাজ্যের ৬ কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। দক্ষিণ ২৪ পরগনাতেই ৭৩ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।

এক লক্ষ কোটি টাকার ক্ষতি হয়েছে। এটা জাতীয় বিপর্যয়ের থেকেও বড়ো ক্ষতি।

ডায়মন্ড হারবারে ভেঙেছে ১.৫ লক্ষ বাড়ি। দক্ষিণ ২৪ পরগনায় ভেঙেছে ১০ লক্ষ বাড়ি।

দক্ষিণ ২৪ পরগনায় নদীবাঁধ ভেঙেছে ৫৬ কিমি। বর্ষার আগে বাঁধ সারাতে হবে।

কেউ যেন রেশন থেকে বঞ্চিত না হন। দরকারে বাড়ি গিয়ে রেশন পৌঁছে দিয়ে আসুন।

ত্রাণের পাশাপাশি পুনর্গঠনের কাজ চলছে। সময় দিতে হবে। আরও বেশি করে কমিউনিটি কিচেন চালাতে হবে।

যত তাড়াতাড়ি সম্ভব বিদ্যুতের ভেঙে পড়া খুঁটি সারিয়ে বিদ্যুৎ সংযোগ নিয়ে আসতে হবে।

স্কুল-কলেজের পড়ুয়াদের জন্য আলাদা প্যাকেজ করা হোক। তাদের বই-খাতা-ব্যাগ দিতে হবে। স্কুলের পোশাক নষ্ট হলে ব্যবস্থা করতে হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#amphan, #Super Cyclone, #Cyclone Amphan, #Amphan Super Cyclone, #kakdwip, #south 24 parganas, #Mamata Banerjee, #cyclone

আরো দেখুন