আম্পানের ত্রাণে তৎপর সরকার, স্বেচ্ছাসেবী সংগঠন
করোনা ও লকডাউনের মধ্যে দিন আনি-দিন খাই পরিবারগুলির পাশে দাঁড়াতে পাড়ায় পাড়ায় অনেক ছোটখাটো স্বেচ্ছাসেবী সংস্থা, ক্লাব বা ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ বিলি করছেন দু’মাস ধরে। শহর ও জেলা শহরের অনেক জায়গায় চালু হয়েছে কমিউনিটি কিচেন। প্রাকৃতিক দুর্যোগের পর আরও বেশি করে সেই উদ্যোগগুলির পাশে দাঁড়াচ্ছেন সহ নাগরিকরা।
শনিবার মুখ্যমন্ত্রীও এই দুর্যোগ মোকাবিলায় সাধারণ নাগরিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের কাছে আরও বেশি করে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আবেদন করেছেন। এজন্য রাজ্য সরকারের বিশেষ তহবিলে অর্থ সাহায্য করতে পারেন সাধারণ নাগরিকরা।
অনলাইনে দান করুন:
আইসিআইসিআই ব্যাংক একাউন্ট নম্বর 628001041066
আইএফএসসি কোড: ICIC0006280
এমআইসিআর কোড: 700229010
পাটুলির একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে গত দু’মাস ধরে প্রায় ৭০০ পরিবারকে রেশন, সবজি বিলি করা হচ্ছিল। এই নাগরিক উদ্যোগে উম্পুনের পর নতুন করে আরও প্রায় ১০০-১৫০ অতিরিক্ত মানুষকে সহায়তা করতে হচ্ছে। রাজ্য জুড়ে কমিউনিটি কিচেন এবং রেশন বিলি শিবির গড়ে তুলেছে কোয়ারান্টাইন স্টুডেন্টস নেটওয়ার্ক। প্রতিদিনই কয়েক হাজার মানুষকে সহায়তা করা চলেছে।