চতুর্থ দফার পর লকডাউন কি সম্পূর্ণ উঠবে? জল্পনা চরমে
চতুর্থ দফার পরই লকডাউন সম্পূর্ণ প্রত্যাহার করে নেওয়া হবে, এরকম সম্ভাবনা কম। তবে বাড়তি ছাড়ের সঙ্গে প্রয়োজনে সংক্রামিত এলাকাকে রেড এবং কন্টেইনমেন্ট জোন করে হাল্কা লকডাউন চালিয়ে যাওয়ার কথাই ভাবা হচ্ছে।
সরকারি সূত্রে জানা যাচ্ছে, অধিকাংশই রাজ্য চাইছে না সম্পূর্ণ লকডাউন এখনই প্রত্যাহার করা হোক। তবে একইসঙ্গে আরও কিছু ছাড় ঘোষণা করার পথে হাঁটবে তারা। সেই মর্মেই আলোচনা করা হচ্ছে কেন্দ্রীয় সরকারের সঙ্গে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এবং রেলমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত তিনটি বিষয় নিয়ে উদ্বেগ রয়েই যাচ্ছে। কলকাতা, মুম্বই, চেন্নাইতে লোকাল ট্রেন এবং অন্যত্র অসংরক্ষিত প্যাসেঞ্জার ট্রেন, বিভিন্ন শহরে মেট্রো রেল স্বাভাবিক করা এবং হোটেল চালু করা। কেন্দ্র এবং রাজ্য এই তিনটি বন্ধ হয়ে থাকা পরিষেবা চালু করা নিয়ে সবথেকে বেশি উদ্বিগ্ন ও দ্বিধায় পড়েছে।
জানা যাচ্ছে, রিজার্ভ ব্যাঙ্ক গতকাল ব্যাঙ্ক লোন পরিশোধ স্থগিত রাখার সময়সীমা আরও তিনমাস সম্প্রসারিত করার পর অনুমান করা হচ্ছে, লকডাউন তুলে দিয়ে প্রতিটি সেক্টরকেই আগামী মাস থেকে ঢালাও ছাড় দেওয়া হবে এরকম সম্ভাবনা নেই। সতর্কতা হিসেবে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি থাকছেই। সেই তালিকা তৈরি করার জন্যই ২৫ তারিখের পর রাজ্যগুলির সঙ্গে কেন্দ্রীয় সরকার আলোচনা করবে।