করোনায় নতুন চিন্তা উত্তরবঙ্গ
দক্ষিণবঙ্গ ছিলই। এ বার করোনায় চিন্তা বাড়াচ্ছে উত্তরবঙ্গের কিছু জেলা। পরিযায়ীদের রাজ্যে ফেরা শুরু হতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশঙ্কা প্রকাশ করেছিলেন, দীর্ঘদিন অপুষ্টিতে থাকা, ছাউনি বা শিবিরে দিন গুজরান করা পরিযায়ী শ্রমিকদের অনেকেই করোনায় আক্রান্ত হয়ে থাকতে পারেন। গত কয়েকদিনের পরিসংখ্যানও সে দিকেই ইঙ্গিত দিচ্ছে।
যেমন, চলতি মাসের গোড়ায় মালদা জেলায় মাত্র ২ জন করোনা-আক্রান্তের খোঁজ মিলেছিল। পরিযায়ী শ্রমিকরা দলে দলে ফিরতে শুরু করতেই সে সংখ্যাটা রবিবার গিয়ে দাঁড়িয়েছে ৮২-তে। গত ২৪ ঘণ্টায় এ জেলায় মোট ৩১ জন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে। যাঁদের মধ্যে একটা বড় অংশই পরিযায়ী শ্রমিক বলে স্বাস্থ্য ভবন সূত্রে খবর।
পাশাপাশি, মুর্শিদাবাদ, উত্তর-দক্ষিণ দিনাজপুর, বীরভূমেও বাড়তে শুরু করেছে করোনা-আক্রান্তের সংখ্যা। এ ক্ষেত্রে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী মনে করছেন, রাজ্যে ফিরে আসা পরিযায়ী শ্রমিকরা সংক্রমণ বৃদ্ধির একটি কারণ হয়ে থাকতে পারেন। তবে ওয়াকিবহাল মহল মনে করছেন, ওই শ্রমিকরা পশ্চিমবঙ্গে ফিরে আক্রান্ত হয়েছেন নাকি অন্য রাজ্য থেকে সংক্রামিত হয়ে এসেছেন, তা এখনই বলা সম্ভব নয়।
রবিবার রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যাও একলাফে বেড়েছে ২০৮। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৬৬৭-তে। নতুন ৩ কোভিড আক্রান্তের মৃত্যু যুক্ত হয়ে রাজ্যে কোভিডেই মৃত্যু হল ২০০ জনের। তবে এদিন বিভিন্ন হাসপাতাল থেকে ছাড়াও পেয়েছেন ৫৮ জন।
অন্য দিকে, আম্পান বির্যয়ের জেরে দিন কয়েক থমকে থাকার পর ফের রাজ্য বাড়তে শুরু করেছে করোনার টেস্ট। গত ২৪ ঘণ্টায় ৯২১৬টি টেস্ট হয়েছে রাজ্যের ৩৩টি ল্যাবরেটরিতে। চলতি সপ্তাহেই রাজ্যের করোনা পরীক্ষাগারের তালিকায় যুক্ত হয়েছে ১০টি নতুন ল্যাবরেটরি। যার ফলে রাজ্যে করোনা টেস্টের সংখ্যা এক লক্ষ ৩৮ হাজারের গণ্ডি পেরিয়েছে।