← দেশ বিভাগে ফিরে যান
বিশ্বে করোনা আক্রান্ত দেশের তালিকায় দশমে ভারত
ভারত বিশ্বে সবচেয়ে বেশি করোনা আক্রান্তের তালিকায় দশম স্থানে উঠে এসেছে। তালিকায় জার্মানির পরই রয়েছে ভারতের নাম। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এই মুহূর্তে শীর্ষে রয়েছে এই তালিকায়।
করোনা ভাইরাসের জেরে গোটা দেশে প্রবল আতঙ্ক বাড়ছে। একের পর এক জায়গা থেকে উঠে আসছে করোনার জেরে সংক্রমণ ছড়ানোর খবর। করোনার ফলে দেশে গত ২৪ ঘণ্টায় পরিস্থিতি অত্যন্ত আশঙ্কাজনক।
গত ২৪ ঘণ্টায় ভারতে ১৫৪ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন প্রায় ৭০০০ জন। সংখ্যাটা ৬৯৭৭ জন। করোনার জেরে দেশে মোট আক্রান্তের সংখ্যা ১৩৮৮৪৫ জন। এরমধ্যে ৭৭১০৩ টি অ্যাকটিভ কেস রয়েছে। দেশে মোট ৫৭৭২০ জন সুস্থ হয়ে উঠেছেন। মৃতের সংখ্যা ৪০২১টি।