রাজ্য বিভাগে ফিরে যান

পরিযায়ী শ্রমিকদের জন্য রাজ্যে বাড়ছে করোনা আক্রান্ত: নবান্ন

May 27, 2020 | < 1 min read

রাজ্যের সঙ্গে আলোচনা না করেই পরিযায়ী শ্রমিকদের ট্রেন পাঠিয়ে দেওয়া হচ্ছে। এর ফলে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। রাজ্য আপত্তি করলেও শুনছে না রেল। এমনই অভিযোগ নবান্নের।

নবান্ন সূত্রে খবর, মহারাষ্ট্র থেকে ইতিমধ্যেই ৩০টি ট্রেন পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। প্রত্যেক ট্রেনে ১৬০০ থেকে ১৭০০ জন যাত্রী আসছেন। অর্থাৎ ৩০টি ট্রেনে মোট প্রায় ৪৫ থেকে ৫০ হাজার মানুষ আসবেন এরাজ্যে। এখন মহারাষ্ট্র থেকে যাঁরা আসছেন, তাঁদের মধ্যে ৬০ শতাংশ-ই করোনা আক্রান্ত। যার ফলে এরাজ্যেও করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে।

নবান্নের অভিযোগ, বারবার বলা হয়েছে রাজ্যকে না জানিয়ে ট্রেন না পাঠাতে। কিন্তু সেসব কিছুতেই মানছে না রেল। রাজ্যের আরও অভিযোগ, ঘূর্ণিঝড় আমফানের তাণ্ডবের পর রাজ্য এখন ত্রাণ ও পুনর্বাসন এবং পুনর্গঠনের কাজে ব্যস্ত।

এই পরিস্থিতিতে এখন পরিযায়ী শ্রমিকদের নিয়ে ট্রেন এলে সমস্যা হবে। রেলকে জানানো হয়েছিল। কিন্তু রেল সেসব কানে তুলছে না। সব মিলিয়ে পরিযায়ী শ্রমিকদের পাঠানো নিয়ে তুঙ্গে রেল-রাজ্য তরজা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Coronavirus, #Indian Railways, #CoronaOutbreak, #Nabanna, #Corona pandemic, #Migrant Labourers, #migrant workers, #West Bengal

আরো দেখুন