স্বাস্থ্য বিভাগে ফিরে যান

বেসরকারি হাসপাতালেও করোনা টেস্টের অনুমতি

May 27, 2020 | < 1 min read

সরকারি হাসপাতালে বহির্বিভাগে করোনা পরীক্ষার ব্যবস্থা হয়েছিলই। রাজ্যের বর্তমান পরিস্থিতি বিচার করে এ বার বেসরকারি হাসপাতালকেও রোগীকে ভর্তি না-করে বহির্বিভাগ এবং ফিভার ক্লিনিক থেকে সোয়াব নমুনা সংগ্রহের অনুমতি দিল স্বাস্থ্য দপ্তর।

মঙ্গলবার, স্বাস্থ্য দপ্তরের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যে সমস্ত বেসরকারি হাসপাতালে আইসিএমআর অনুমোদিত করোনা পরীক্ষার ল্যাবরেটরি রয়েছে তাঁরা চাইলে সুরক্ষা বজায় রেখে ফিভার ক্লিনিক এবং বহির্বিভাগ থেকে করোনার নমুনা সংগ্রহ করতে পারবেন।

করোনা আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে রাজ্য। মঙ্গলবার পর্যন্ত রাজ্য করোনায় আক্রান্ত হয়েছেন ৪ হাজারেরও বেশি মানুষ। স্বাস্থ্যদপ্তরের হিসেব বলছে, যাঁদের মধ্যে একটা বড় অংশই উপসর্গহীন। লকডাউন পরবর্তী সময়ে চিকিৎসা পরিষেবা স্বাভাবিক করতে তাই উপসর্গহীন করোনা আক্রান্তদের চিহ্নিত করা প্রয়োজন। আর তাঁদের চিহ্নিত করার জন্য প্রয়োজন টেস্ট করানোর।

স্বাস্থ্যদপ্তরের তরফে চলতি মাসের গোড়ায় বহির্বিভাগে কিয়স্ক মারফত রোগীদের ভর্তি না রেখেই নমুনা সংগ্রহের কাজ শুরু হয়েছিল বটে, কিন্তু সমস্যা বাঁধছিল অন্যত্র। কোনও অস্ত্রোপচার বা অন্য শারীরিক সমস্যার জন্য চিকিৎসকের কাছে গেলে অধিকাংশ চিকিৎসকই রোগীকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা শুরুর আগে করোনা পরীক্ষা করানোর পরামর্শ দিচ্ছিলেন। যাঁরা সবাই সরকারি পরিকাঠামোয় টেস্ট করিয়ে উঠতে পারছিলেন না।

স্বাস্থ্যদপ্তরের অন্দরের হিসেব বলছে, কলকাতা শহরের অন্তত ৬টি বেসরকারি হাসপাতাল এই টেস্ট করাতে পারবে। ঘটনা হল, সম্প্রতি করোনা পরীক্ষা খরচ ৪৫০০ থেকে কমিয়ে আনা যায় কিনা সে ব্যপারে বেসরকারি ল্যাবরেটরিগুলির সঙ্গে রাজ্যগুলিকে আলোচনায় বসার পরামর্শ দিয়েছে আইসিএমআর।

TwitterFacebookWhatsAppEmailShare

#covid19, #corona test, #Private Hospital, #Coronavirus, #Corona Virus, #CoronaAlert

আরো দেখুন