← দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান
ঝড়ে বিপুল ক্ষতি মৎস্য নিগমের
ছ’মাস আগে বুলবুল, এবার আম্পান। দু’বার দুর্যোগে ব্যাপক ক্ষতির মুখে মৎস্য দপ্তর। বুলবুলের প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল স্টেট ফিশারিজ ডেভেলপমেন্ট কর্পোরেশনের অধীন একাধিক গেস্ট হাউস। সেগুলি মেরামতির কাজ চলছিল।
কিন্তু, আম্পানের ধাক্কায় ফের ক্ষতি হয় গেস্ট হাউসগুলির। ফলে যেটুকু এগনো হয়েছিল, ফের পিছিয়ে আসতে হল বলে মত মৎস্য দপ্তরের আধিকারিকদের।
ঘূর্ণিঝড়ের প্রভাবে হেনরিজ আইল্যান্ড, ফ্রেজারগঞ্জ, দীঘা, নলবনের গেস্ট হাউসগুলির বিভিন্ন অংশের ব্যাপক ক্ষতি হয়েছে। এক বছরের মধ্যে দু’বার এগুলি ক্ষতিগ্রস্ত হল।
হেনরিজ আইল্যান্ডে ম্যানগ্রোভ অরণ্য অনেকটাই ধ্বংস হয়েছে। প্রাণ হারিয়েছে প্রচুর পশু-পাখি, উড়ে গিয়েছে মাছের খাবার রাখার গোডাউনের ছাউনি।