কলকাতা বিভাগে ফিরে যান

আম্পানে ক্ষতিগ্রস্ত বাংলার সবুজায়ন করবে কেকেআর

May 28, 2020 | < 1 min read

গত ২০ মে কলকাতায় তাণ্ডব করেছিল ঘূর্ণিঝড় আম্পান। শহরের অন্তত ৩০০টি জায়গায় গাছ ভেঙে পড়েছে। মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, খুব কম করেও সারা শহরজুড়ে প্রায় সাড়ে ৫ হাজার গাছ উপড়ে গিয়েছে ঝড়ের দাপটে। এই পরিস্থিতিতে আম্পান-বিধ্বস্ত পশ্চিমবঙ্গকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন শাহরুখ খান। বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর শাহরুখ তাঁর ক্রিকেট দল কলকাতা নাইট রাইডার্সের তরফে ফের কলকাতায় সবুজ ফিরিয়ে আনার আশ্বাস দিয়েছে।

শাহরুখ খানের সংস্থা কেকেআর ও মির ফাউন্ডেশন যৌথ উদ্যোগে ঘোষণা করেছে উম্পুনের জেরে বাংলার পরিস্থিতি ফের আগের মতো আনার কাজে হাত লাগাতে চায় তাঁরা। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে কেকেআর আর্থিক অনুদান ঘোষণা করেছে। কেকেআর সহায়তা বাহনের তরফে রাজ্যের উম্পুন ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকায় গিয়ে প্রয়োজনীয় সামগ্রী বিলি করবে তাঁরা।

https://www.facebook.com/KolkataKnightRiders/photos/a.10152258884059490/10158374127459490/?type=3&theater

জুহি চাওলার নেতৃত্বে কেকেআর কলকাতায় ফের ৫ হাজার গাছের চারা রোপণ করার সিদ্ধান্ত নিয়েছে। এর আগেও জুহির নেতৃত্বে কেকেআর কলকাতায় গাছ লাগানোর কাজ করেছে। আম্পানে ক্ষতিগ্রস্ত বাংলার বুকে ফের সবুজায়ণের প্রতিশ্রুতি দিচ্ছে তাঁরা।

কেকেআর-এর সিইও ও এমডি ভেঙ্কি মাইসোর বলেছেন, ‘পশ্চিমবঙ্গ ও সিটি অফ জয় কলকাতা আমাদের কাছে বিভিন্ন কারণে স্পেশ্যাল। বহু বছর ধরে রাজ্য ও কলকাতার মানুষ কেকেআরকে তাঁদের সমর্থন ও ভালোবাসা দিয়েছে। এটা আমাদের একটা ছোট্ট প্রচেষ্টা দুর্গতদের পাশে থাকার জন্য।’

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #trees, #Shahrukh Khan, #amphan, #KKR, #Kolkata Knight Riders, #Juhi Chawla

আরো দেখুন